পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শরীফবাড়ী স্ট্যান্ডে যাত্রীবাহী জেএইচ ক্লাসিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে বরিশাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
২০০৫ সাল। দিনটি ছিল বৃহস্পতিবার। সালাউদ্দিন ফরাজির বয়স ছিল তখন ৪৫ বছর। পাঁচ সন্তানের জনক সালাউদ্দিন ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গাজীপুরে মেয়ের বাসায় বেড়াতে রওনা দেন।
পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে যাত্রী ও যানবাহন পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ইজারাদারের ইজারা বাতিল করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। ঘাটটি ইজারা নিয়েছিলেন জেলা শহরের মেসার্স দাস অ্যান্ড ব্রাদার্সের মালিক শিবু লাল দাস।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবু বকর সিদ্দিক জানান, রোগীর শরীরে প্ল্যাটিলেট মাত্র ২০ হাজারে নেমে গিয়েছিল এবং ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট হচ্ছিল। একপর্যায়ে প্ল্যাটিলেট কমে দাঁড়ায় মাত্র ৭ হাজারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্ট ও অঙ্গ বিকলের কারণে জয়ত্রীর মৃত্যু হয়েছে।