Ajker Patrika

কৃত্রিম রং দিয়ে তরমুজ বিক্রি, আটক ১

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৩: ১৪
কৃত্রিম রং দিয়ে তরমুজ বিক্রি, আটক ১

বরগুনায় তরমুজের ভেতর কৃত্রিম রং দিয়ে তা বিক্রির অভিযোগে ফারুক মিয়া নামের এক তরমুজ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বরগুনা কাঁচাবাজার থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তায় আটক করেন তাঁকে।

আটক ফারুক সদর উপজেলার সদর ইউনিয়নের হেউলীবুনিয়া এলাকার বাসিন্দা।

লাকুরতলা মুক্তিযোদ্ধা পল্লির বাসিন্দা সবুজ মিয়া জানান, গত বুধবার সন্ধ্যায় তরমুজ বিক্রেতা ফারুকের ভ্যান থেকে তরমুজ কিনে বাড়িতে নিয়ে যান তিনি। বাসায় নিয়ে খাওয়ার পর পেটে ব্যথা শুরু হলে, তরমুজটি পরীক্ষা করে দেখতে পান ভেতরে কৃত্রিম রং দেওয়া। পরে বৃহস্পতিবার দুপুরে ওই বিক্রেতাকে দেখতে পেয়ে তরমুজে রঙের বিষয়টি জানান। কিন্তু ফারুক তা অস্বীকার করেন। পরে তাঁর ভ্যানে রাখা তরমুজ কেটে ভেতরে রং পাওয়া যায়। এ সময় বাজারের লোকজন ফারুককে আটকে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাকে খবর দেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরগুনা জেলার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, ‘ফারুকের ভ্যানে রাখা তরমুজ কেটে কৃত্রিম রং ব্যবহারের বিষয়টি নিশ্চিত হই। পরে পুলিশের সহায়তায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে, রঙের বিষয়টি অস্বীকার করেন তিনি। ক্রেতা সবুজ মিয়া লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় জড়িতরা আইনের আওতায় শাস্তি পাবেন।’

সবুজ মিয়া আরও বলেন, ‘ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এভাবে মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে তরমুজ বিক্রি করায় জড়িতদের শাস্তি হোক।’

বরগুনা সদর থানার ওসি আলী আহমেদ বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পুলিশের সহায়তা চেয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত