বরগুনা প্রতিনিধি
বরগুনার বামনায় রিকশা গ্যারাজে আটকে রেখে দুই সহোদর কিশোরকে নির্যাতনের অভিযোগে সেলিম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম।
নির্যাতনের শিকার দুই কিশোর শের-ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র। নির্যাতনের শিকার দুই শিশুর বাবার নাম মো. আবু হানিফ। তারা ওই উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের নানার বাড়িতে থেকে পড়াশোনা করে।
ওসি বশিরুল আলম জানান, গ্রেপ্তার সেলিম খুলনার খালিশপুরের বাসিন্দা। বর্তমানে তিনি বামনা ইউনিয়নে শ্বশুরবাড়িতে থাকেন।
সপ্তম শ্রেণির ছাত্র মো. নাইম বলে, ‘গত মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাস শুরুর আগে আমার স্কুলব্যাগে ঘুষি মারে শান্ত নামের এক সহপাঠী। সে সময় ব্যাগে থাকা আমার একটি মোবাইল ফোনের ডিসপ্লে ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত মোবাইলের ক্ষতিপূরণ চাইতে ওই দিন স্কুল ছুটির পর সহপাঠীর বাবা সেলিম হোসেনের দোকানে যাই। কিন্তু উল্টো শান্তর বাবা সেলিম আমার ওপর চড়াও হয়ে গালাগাল শুরু করেন। একপর্যায়ে সহপাঠীর বাবা সেলিম ও তাঁর মামা আরাফাত আমাকে চড়-থাপ্পড় মারতে থাকেন। শুনে আমার বড় ভাইও সেখানে যায়। আমাদের রিকশার গ্যারাজে আটকে রেখে রড দিয়ে পিটিয়ে ও দেয়ালের সঙ্গে মাথায় আঘাত করে আহত করে। পরে বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফ আমাদের ছাড়িয়ে আনেন।’
শিক্ষক আবু হানিফ বলেন, ‘গিয়ে দেখতে পাই ওদের দুজনকে গ্যারাজে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পরে আমি দুই শিক্ষার্থীকে ছাড়িয়ে আনি।’
বামনা থানার ওসি মো. বশিরুল আলম বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী দুই কিশোরের নানা বাদী হয়ে থানায় মামলা করেন। গত বুধবার দুপুরেই সেলিম হোসেনকে আটক করে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
বরগুনার বামনায় রিকশা গ্যারাজে আটকে রেখে দুই সহোদর কিশোরকে নির্যাতনের অভিযোগে সেলিম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম।
নির্যাতনের শিকার দুই কিশোর শের-ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র। নির্যাতনের শিকার দুই শিশুর বাবার নাম মো. আবু হানিফ। তারা ওই উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের নানার বাড়িতে থেকে পড়াশোনা করে।
ওসি বশিরুল আলম জানান, গ্রেপ্তার সেলিম খুলনার খালিশপুরের বাসিন্দা। বর্তমানে তিনি বামনা ইউনিয়নে শ্বশুরবাড়িতে থাকেন।
সপ্তম শ্রেণির ছাত্র মো. নাইম বলে, ‘গত মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাস শুরুর আগে আমার স্কুলব্যাগে ঘুষি মারে শান্ত নামের এক সহপাঠী। সে সময় ব্যাগে থাকা আমার একটি মোবাইল ফোনের ডিসপ্লে ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত মোবাইলের ক্ষতিপূরণ চাইতে ওই দিন স্কুল ছুটির পর সহপাঠীর বাবা সেলিম হোসেনের দোকানে যাই। কিন্তু উল্টো শান্তর বাবা সেলিম আমার ওপর চড়াও হয়ে গালাগাল শুরু করেন। একপর্যায়ে সহপাঠীর বাবা সেলিম ও তাঁর মামা আরাফাত আমাকে চড়-থাপ্পড় মারতে থাকেন। শুনে আমার বড় ভাইও সেখানে যায়। আমাদের রিকশার গ্যারাজে আটকে রেখে রড দিয়ে পিটিয়ে ও দেয়ালের সঙ্গে মাথায় আঘাত করে আহত করে। পরে বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফ আমাদের ছাড়িয়ে আনেন।’
শিক্ষক আবু হানিফ বলেন, ‘গিয়ে দেখতে পাই ওদের দুজনকে গ্যারাজে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পরে আমি দুই শিক্ষার্থীকে ছাড়িয়ে আনি।’
বামনা থানার ওসি মো. বশিরুল আলম বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী দুই কিশোরের নানা বাদী হয়ে থানায় মামলা করেন। গত বুধবার দুপুরেই সেলিম হোসেনকে আটক করে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪