Ajker Patrika

গ্যারাজে আটকে সহোদর দুই শিশুকে নির্যাতন, গ্রেপ্তার ১

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১২: ৩৬
গ্যারাজে আটকে সহোদর দুই শিশুকে নির্যাতন, গ্রেপ্তার ১

বরগুনার বামনায় রিকশা গ্যারাজে আটকে রেখে দুই সহোদর কিশোরকে নির্যাতনের অভিযোগে সেলিম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম।

নির্যাতনের শিকার দুই কিশোর শের-ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র। নির্যাতনের শিকার দুই শিশুর বাবার নাম মো. আবু হানিফ। তারা ওই উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের নানার বাড়িতে থেকে পড়াশোনা করে।

ওসি বশিরুল আলম জানান, গ্রেপ্তার সেলিম খুলনার খালিশপুরের বাসিন্দা। বর্তমানে তিনি বামনা ইউনিয়নে শ্বশুরবাড়িতে থাকেন।

সপ্তম শ্রেণির ছাত্র মো. নাইম বলে, ‘গত মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাস শুরুর আগে আমার স্কুলব্যাগে ঘুষি মারে শান্ত নামের এক সহপাঠী। সে সময় ব্যাগে থাকা আমার একটি মোবাইল ফোনের ডিসপ্লে ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত মোবাইলের ক্ষতিপূরণ চাইতে ওই দিন স্কুল ছুটির পর সহপাঠীর বাবা সেলিম হোসেনের দোকানে যাই। কিন্তু উল্টো শান্তর বাবা সেলিম আমার ওপর চড়াও হয়ে গালাগাল শুরু করেন। একপর্যায়ে সহপাঠীর বাবা সেলিম ও তাঁর মামা আরাফাত আমাকে চড়-থাপ্পড় মারতে থাকেন। শুনে আমার বড় ভাইও সেখানে যায়। আমাদের রিকশার গ্যারাজে আটকে রেখে রড দিয়ে পিটিয়ে ও দেয়ালের সঙ্গে মাথায় আঘাত করে আহত করে। পরে বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফ আমাদের ছাড়িয়ে আনেন।’

শিক্ষক আবু হানিফ বলেন, ‘গিয়ে দেখতে পাই ওদের দুজনকে গ্যারাজে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পরে আমি দুই শিক্ষার্থীকে ছাড়িয়ে আনি।’

বামনা থানার ওসি মো. বশিরুল আলম বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী দুই কিশোরের নানা বাদী হয়ে থানায় মামলা করেন। গত বুধবার দুপুরেই সেলিম হোসেনকে আটক করে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত