Ajker Patrika

এসপির আশ্বাসে অনশন ভাঙলেন বৃদ্ধ দিনমজুর

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ২০
এসপির আশ্বাসে অনশন ভাঙলেন বৃদ্ধ দিনমজুর

সাংসদ শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বসা বৃদ্ধ অনশন ভেঙেছেন। গত বৃহস্পতিবার রাত ১০টায় বরগুনার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর মল্লিক জমির কাগজপত্র দেখে জমি বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর অনশন ভাঙান।

ওই বৃদ্ধের নাম বেলায়েত হোসেন। তিনি পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া গ্রামের বাসিন্দা।

বেলায়েত হোসেন বলেন, ‘এসপি স্যার জমির লিখিত দরখাস্ত দিতে বলেছেন। তিনি আমাকে সব কাগজপত্র নিয়ে আসতে বলেছেন। আমি রববার কাগজপত্র নিয়ে যাব। তিনি ন্যায় বিচারের আশ্বাস দেওয়ায় আমি অনশন ভেঙেছি।’

এসপি জাহাঙ্গীর মল্লিক বলেন, ‘দিনমজুর বৃদ্ধ বেলায়েত সকাল থেকে অনশনে বসেন। আমি জানতে পেয়ে রাতে এসে তাঁকে পানি ও খাবার খাওয়াই। আমি সাধ্যমতো তাঁকে সহায়তার চেষ্টা করেছি। তাঁকে কাগজপত্র নিয়ে আসতে বলেছি। কাগজপত্র দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত বৃহস্পতিবার সকালে সাংসদ শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে জমি জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ এনে ওই জমি দখলমুক্ত করার দাবিতে আমরণ অনশনে বসেন ওই বৃদ্ধ। বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তিনি জায়নামাজ বিছিয়ে অনশনে বসেন।

বেলায়েত হোসেনের অভিযোগ, কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে কাকচিড়া-লেমুয়া সড়কের দক্ষিণ পাশে তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছেন সাংসদ রিমন। কাজ শুরুর পর তিনি সাংসদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো ফল হয়নি। পরে পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তু কোনো সমাধান হয়নি। নিরুপায় হয়ে তিনি জমিতে স্থাপনা নির্মাণ বন্ধ ও দখলমুক্ত করার দাবিতে অনশনে বসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত