দখল-দূষণ সংকটে খাকদোন
দখল আর দূষণে আবার নাব্যতা হারিয়েছে বরগুনার খাকদোন নদ। ফলে চলাচলে ভোগান্তিতে পড়েছে নৌযানগুলো; বিশেষ করে বরগুনা-ঢাকা রুটের লঞ্চগুলোকে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়। নৌযানচালকেরা বলছেন, প্রতিবছর খাকদোন নদ খনন করলেও আবার ভরাট হয়ে যায়, পরিকল্পিত খনন ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। তবে নৌবন্দর কর্তৃপক্ষের