Ajker Patrika

সরকারি হাসপাতালে রোগীর বিছানায় কুকুর

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১২: ৪৩
সরকারি হাসপাতালে রোগীর বিছানায় কুকুর

বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের বিছানায় কুকুর ঘুমাতে দেখা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পুরুষ বেডে একটি কুকুর ঘুমানোর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বায়েজিদ হোসেন নামের এক ব্যক্তি। ছবিটি পোস্ট করার পর এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

বায়েজিদ হোসেন বরগুনা পৌরশহরের কেজি স্কুল এলাকার বাসিন্দা। তিনি শহরের কাপড়ের ব্যবসা করেন। বায়েজিদ বলেন, গত বুধবার রাত ১১টার দিকে চাচা অসুস্থ হয়ে পড়লে আমি হাসপাতালে যাই। এ সময় হাসপাতালের নিচতলার উত্তরপাশে ডায়রিয়া ওয়ার্ডের পুরুষ রোগীদের জন্য রাখা খালি বিছানায় একটি কুকুর ঘুমিয়ে থাকতে দেখতে পাই। আমি মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করলে একজন এসে কুকুরটি তাড়িয়ে দেন। বায়েজিদ বলেন, ওই সময়ে হাসপাতালে কোনো কেয়ারটেকার ছিল না। শুধুমাত্র কক্ষে সেবিকারা অবস্থান করছিল।

হাসপাতালের বেডে কুকুর ঘুমানোর বিষয়ে বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান ঝন্টু বলেন, ‘বরগুনা জেনারেল হাসপাতালের সার্বিক অবস্থার উদাহরণ এই দৃশ্য। আমাদের সাংবিধানিক মৌলিক চাহিদার অবস্থান কোথায় এটা বলার অপেক্ষা রাখে না। আমরা স্বাস্থ্যসেবায় কতটা অবহেলিত এখন প্রমাণিত। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে চরম উদাসীন। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই।’

যোগাযোগ করা হলে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরবা উদ্দীন গত বৃহস্পতিবার বলেন, ‘ছবিটি আমি এখনো দেখিনি। যদি এমন কিছু হয়ে থাকে তবে আমি ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন, ‘আমরা হাসপাতালে রোগী সামাল দিতে ওখানে অস্থায়ী বেড করেছিলাম। আসলে আমাদের লোকবল সংকট চরমে। প্রয়োজনীয় লোকবলের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত