Ajker Patrika

সড়কে নির্মাণসামগ্রী ভোগান্তিতে পথচারী

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৮: ৪০
সড়কে নির্মাণসামগ্রী ভোগান্তিতে পথচারী

বরগুনা পৌর শহরের বিভিন্ন সড়কে নির্মাণাধীন ভবনের সরঞ্জাম রাখায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এতে গুরুত্বপূর্ণ জনবহুল সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

গতকাল শুক্রবার বরগুনা পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের বেশির ভাগ ফুটপাত ও বিভিন্ন সড়কের পাশে নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী রেখে সড়ক দখল করে আছে স্থানীয় প্রভাবশালীরা। শহরের ভিআইপি এলাকা ৫ নম্বর ওয়ার্ডের পিটিআই সড়কে বেশ কিছু জায়গায় এমন চিত্র লক্ষ্য করা গেছে। এ ছাড়া পৌর নাথপট্টি লেকের সামনের ও পেছনের দুপাশে দখল করে আছে এতে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে চলাচলের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বালিকা বিদ্যালয় সড়ক, সরকারি কলেজসংলগ্ন সড়ক, বটতলা, কাঠপট্টি, পুলিশ লাইন, থানাপাড়াসহ শহরের গুরুত্বপূর্ণ বাজার রোডের দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার ভবনসংলগ্ন রোডে নির্মাণসামগ্রী রেখে প্রভাবশালীরা দিনের পর দিন সড়ক দখল করে আসছে। পৌর কর্তৃপক্ষের চোখের সামনে থাকলেও না দেখে দায়িত্ব অবহেলা করছেন বলে স্থানীয় ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বরগুনা পৌরশহরের কাঠপট্টি এলাকায় জনবহুল সদর সড়কর একাংশে নির্মাণ সামগ্রী রেখে দখল করে রাখার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ইজিবাইক চালক খোকন মিয়া বলেন, সড়কের এক-তৃতীয়াংশ দখল করে দিনভর কাজ করছেন বাড়ির মালিকেরা। আমাদের চলাচলে খুব ভোগান্তি পোহাতে হয়। এতে দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। এটি নিয়ন্ত্রণ করতে পৌর কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি।।

এ বিষয়ে বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম বলেন, বিষয়টি আমার নজরে আছে আপনারা মেয়র সাহেবকে বলেন সে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। যারা দখল করছে সবাই আমার ভোটার।

বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, যারা সড়ক দখল করে রেখেছেন তাঁদেরকে চিহ্নিত করে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি তারা কর্তৃপক্ষের আদেশ না মানে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত