বরগুনা প্রতিনিধি
বরগুনা পৌর শহরের বিভিন্ন সড়কে নির্মাণাধীন ভবনের সরঞ্জাম রাখায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এতে গুরুত্বপূর্ণ জনবহুল সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।
গতকাল শুক্রবার বরগুনা পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের বেশির ভাগ ফুটপাত ও বিভিন্ন সড়কের পাশে নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী রেখে সড়ক দখল করে আছে স্থানীয় প্রভাবশালীরা। শহরের ভিআইপি এলাকা ৫ নম্বর ওয়ার্ডের পিটিআই সড়কে বেশ কিছু জায়গায় এমন চিত্র লক্ষ্য করা গেছে। এ ছাড়া পৌর নাথপট্টি লেকের সামনের ও পেছনের দুপাশে দখল করে আছে এতে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে চলাচলের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বালিকা বিদ্যালয় সড়ক, সরকারি কলেজসংলগ্ন সড়ক, বটতলা, কাঠপট্টি, পুলিশ লাইন, থানাপাড়াসহ শহরের গুরুত্বপূর্ণ বাজার রোডের দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার ভবনসংলগ্ন রোডে নির্মাণসামগ্রী রেখে প্রভাবশালীরা দিনের পর দিন সড়ক দখল করে আসছে। পৌর কর্তৃপক্ষের চোখের সামনে থাকলেও না দেখে দায়িত্ব অবহেলা করছেন বলে স্থানীয় ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বরগুনা পৌরশহরের কাঠপট্টি এলাকায় জনবহুল সদর সড়কর একাংশে নির্মাণ সামগ্রী রেখে দখল করে রাখার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ইজিবাইক চালক খোকন মিয়া বলেন, সড়কের এক-তৃতীয়াংশ দখল করে দিনভর কাজ করছেন বাড়ির মালিকেরা। আমাদের চলাচলে খুব ভোগান্তি পোহাতে হয়। এতে দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। এটি নিয়ন্ত্রণ করতে পৌর কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি।।
এ বিষয়ে বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম বলেন, বিষয়টি আমার নজরে আছে আপনারা মেয়র সাহেবকে বলেন সে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। যারা দখল করছে সবাই আমার ভোটার।
বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, যারা সড়ক দখল করে রেখেছেন তাঁদেরকে চিহ্নিত করে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি তারা কর্তৃপক্ষের আদেশ না মানে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।
বরগুনা পৌর শহরের বিভিন্ন সড়কে নির্মাণাধীন ভবনের সরঞ্জাম রাখায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এতে গুরুত্বপূর্ণ জনবহুল সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।
গতকাল শুক্রবার বরগুনা পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের বেশির ভাগ ফুটপাত ও বিভিন্ন সড়কের পাশে নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী রেখে সড়ক দখল করে আছে স্থানীয় প্রভাবশালীরা। শহরের ভিআইপি এলাকা ৫ নম্বর ওয়ার্ডের পিটিআই সড়কে বেশ কিছু জায়গায় এমন চিত্র লক্ষ্য করা গেছে। এ ছাড়া পৌর নাথপট্টি লেকের সামনের ও পেছনের দুপাশে দখল করে আছে এতে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে চলাচলের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বালিকা বিদ্যালয় সড়ক, সরকারি কলেজসংলগ্ন সড়ক, বটতলা, কাঠপট্টি, পুলিশ লাইন, থানাপাড়াসহ শহরের গুরুত্বপূর্ণ বাজার রোডের দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার ভবনসংলগ্ন রোডে নির্মাণসামগ্রী রেখে প্রভাবশালীরা দিনের পর দিন সড়ক দখল করে আসছে। পৌর কর্তৃপক্ষের চোখের সামনে থাকলেও না দেখে দায়িত্ব অবহেলা করছেন বলে স্থানীয় ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বরগুনা পৌরশহরের কাঠপট্টি এলাকায় জনবহুল সদর সড়কর একাংশে নির্মাণ সামগ্রী রেখে দখল করে রাখার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ইজিবাইক চালক খোকন মিয়া বলেন, সড়কের এক-তৃতীয়াংশ দখল করে দিনভর কাজ করছেন বাড়ির মালিকেরা। আমাদের চলাচলে খুব ভোগান্তি পোহাতে হয়। এতে দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। এটি নিয়ন্ত্রণ করতে পৌর কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি।।
এ বিষয়ে বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম বলেন, বিষয়টি আমার নজরে আছে আপনারা মেয়র সাহেবকে বলেন সে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। যারা দখল করছে সবাই আমার ভোটার।
বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, যারা সড়ক দখল করে রেখেছেন তাঁদেরকে চিহ্নিত করে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি তারা কর্তৃপক্ষের আদেশ না মানে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫