Ajker Patrika

মাটি খুঁড়ে মিলল দেড় কোটি টাকার ইয়াবা

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৬
মাটি খুঁড়ে মিলল দেড় কোটি টাকার ইয়াবা

বরগুনার বামনা উপজেলায় নজরুল ইসলাম (৪২) নামের এক যুবককে ৪৮ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে তাঁর বিরুদ্ধে বামনা থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক নজরুল ইসলাম পূর্ব সফিপুর এলাকার বাসিন্দা।

গত শুক্রবার রাত আটটার দিকে র‍্যাব-৮ সদস্যরা বামনা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সফিপুর এলাকা থেকে তাঁকে আটক করে।

বিজ্ঞপ্তির মাধ্যমে লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম জানান, ইয়াবার চালান-সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে বরগুনার বামনা উপজেলা সদরের পূর্ব সফিপুর গ্রামের নজরুল ইসলাম সিকদারের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। এ সময় নজরুলের দেওয়া তথ্যমতে রান্নাঘরের মাটি খুঁড়ে থেকে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বিক্রির অভিযোগে নজরুল ইসলামকে আটক ও তাঁর কাছে থাকা একটি মুঠোফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আকতারুজ্জামান বলেন, আটক নজরুল কক্সবাজার মাছের ট্রলারে থাকেন। দেড় মাস ধরে তিনি বাড়িতে রয়েছেন। এই বিপুল পরিমাণ ইয়াবা তিনি হয়তো মিয়ানমার কিংবা টেকনাফ থেকে নিয়ে এসেছেন।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক দাম দেড় কোটি টাকা। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে বামনা থানায় হস্তান্তর করা হয়েছে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. বশিরুল আলম বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে মাদক বিক্রেতা নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত