Ajker Patrika

৭৫ টাকার ইনজেকশন দিয়ে আদায় ৩ হাজার

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১২: ৫১
৭৫ টাকার ইনজেকশন দিয়ে আদায় ৩ হাজার

বরগুনার ডক্টরস কেয়ার ক্লিনিক অ্যান্ড হাসপাতালে এক চিকিৎসক ৭৫ টাকার ইনজেকশন পুশ করে তিন হাজার টাকা আদায় করেছেন। ওই চিকিৎসকের নাম মো. শিহাব উদ্দিন শিহাব। তিনি বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক।

শিহাব উদ্দিন শিহাব বরগুনার কলেজ রোডের ডক্টরস কেয়ার ক্লিনিক অ্যান্ড হাসপাতালে প্রতি মাসের দুইবার রোগী দেখেন। এ উপলক্ষে বরগুনার নিয়মিত মাইকিং করা হয়।

গত শুক্রবার সন্ধ্যায় আবদুর রাজ্জাক ও রিয়াজুল ইসলাম নামের দুজন ব্যক্তি অভিযোগ করেন, সাইনোকর্ট নামের ওই ইনজেকশন দিয়ে তাঁদের স্বজনদের কাছ থেকে তিন হাজার টাকা করে আদায় করেন চিকিৎসক শিহাব। বিভিন্ন ফার্মেসিতে ইনজেকশনটি বিক্রি করা হয় ৭০ থেকে ৭৫ টাকায়।

অভিযোগকারী আবদুর রাজ্জাক বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকার বাসিন্দা। আর রিয়াজুল ইসলাম সদর উপজেলার কুমড়াখালী এলাকার বাসিন্দা।

জানতে চাইলে আবদুর রাজ্জাক বলেন, ‘আমার স্ত্রী জান্নাতুল ফেরদৌসী ব্রেন টিউমারে আক্রান্ত। তার মেরুদণ্ড এবং পায়ে ব্যথা। তাই শুক্রবার বেলা তিনটার দিকে স্ত্রীর চিকিৎসার জন্য ডক্টরস কেয়ার ক্লিনিক অ্যান্ড হাসপাতালে ডাক্তার শিহাব উদ্দিন শিহাবের কাছে যাই। ৬০০ টাকা ভিজিট দিই। চিকিৎসক শিহাব উদ্দিন শিহাব আমার স্ত্রীকে দেখে দুটি এক্স-রে এবং রক্তের জন্য তিনটি টেস্ট দেন।

এ জন্য ব্যয় হয় ১ হাজার ৮০০ টাকা।’ তিনি আরও বলেন, ‘এরপর রিপোর্ট নিয়ে ফের ডাক্তারের কাছে গেলে তিনি আমার স্ত্রীকে সাইনোকর্ট নামের একটি ইনজেকশন পুশ করার কথা বলেন। ইনজেকশনটি ডাক্তারের কাছেই আছে। এর দাম তিন হাজার টাকা। পুশ করার জন্য কোনো চার্জ দিতে হবে না বলেও জানান তিনি। পরে আমি বাইরে থেকে ইনজেকশনটি কিনে পুশ করতে চাই। এ জন্য ইনজেকশনটির নাম লিখে দিতে বললে তিনি রাজি হননি। পরে আমি ডাক্তারকে তিন হাজার টাকা দিই। ডাক্তার নিজেই আমার স্ত্রীকে ইনজেকশন পুশ করেন।’

রিয়াজুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রীর বোন মোসা. পারভীন আক্তারকে সাইনোকর্ট নামের ইনজেকশন পুশ করে তিন হাজার টাকা নিয়েছেন চিকিৎসক শিহাব উদ্দীন। একজন ডাক্তার এমন প্রতারণা করতে পারেন, তা আমি ভাবতেই পারি না। আমি এমন প্রচারণার বিচার চাই।’

তবে মোবাইল ফোনে জানতে চাইলে চিকিৎসক শিহাব উদ্দিন শিহাব বলেন, ‘সাইনোকর্ট নামের ইনজেকশনটির দাম কম। বাইরে এটি ৫০০ থেকে ৬০০ টাকায় পুশ করা হয়। তবে এটি পুশ করতে সিনিয়র চিকিৎসকেরা তিন হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত নেন। আবার গরিব রোগীদের ফ্রি পুশ করা হয়।’

এ বিষয়ে ডক্টরস কেয়ার ক্লিনিক অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপক মো. ইব্রাহীম বলেন, ‘সাইনোকর্ট নামের ইনজেকশনটির দাম বড়জোর ৭৫ টাকা। এটার দামসহ পুশ করার জন্য ডা. শিহাবতিন হাজার টাকা নেন। এই ইনজেকশন তাঁর কাছেই থাকে। এই ইনজেকশনের কথা ব্যবস্থাপত্রে উল্লেখ করা হয় না। তবে এই টাকার কোনো ভাগ ক্লিনিক কর্তৃপক্ষ পায় না।’

নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, ‘এই ইনজেকশনে পুশ করার জন্য ঢাকাতেও ৬০০ থেকে ৮০০ টাকার বেশি নেওয়া হয় না। সিনিয়র ও উচ্চ ডিগ্রিধারী চিকিৎসকেরাও এ ইনজেকশন পুশ করে এক হাজার টাকার বেশি নেন বলে আমার জানা নেই।’

বরগুনার সিভিল সার্জন মুহাম্মদ ফজলুল হক বলেন, ‘বিষয়টি আমরা অবশ্যই খতিয়ে দেখব। অভিযোগের যদি সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত