বরগুনা প্রতিনিধি
বরগুনার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ওই স্কুলের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ধুপতি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এরপর ওই শিক্ষার্থীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীর অভিভাবকদের অভিযোগ, পড়া না পারায় ওই স্কুলের সহকারী শিক্ষক মরিওম আক্তার নামের এক শিক্ষক ওই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে।
শিক্ষার্থীর বাবা জানান, বুধবার ক্লাস শুরুর পর তাঁর মেয়েকে পড়া জিজ্ঞেস করেন স্কুলশিক্ষক মরিওম। উত্তর দিতে দেরি হওয়ায় তিনি অপর এক শিক্ষার্থীকে একই প্রশ্ন করলে ওই শিক্ষার্থী উত্তর দেন। এ সময় শিক্ষক মরিওম তাঁর মেয়েকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে তিনি লাইব্রেরি থেকে লাঠি এনে তাঁর মেয়ের মাথা ও পিঠে আঘাত করেন। এ সময় তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা বিষয়টি তাঁর স্ত্রীকে জানায়। খবর পেয়ে স্কুলে গিয়ে তিনি তাঁর মেয়েকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ‘আমার মেয়ে মেধাবী শিক্ষার্থী। প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়। মেয়েকে মারধর করার বিষয়টি আমি জানতে চাইলে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে শিক্ষক মরিওম। তিনি আমার মেয়েকে মেরে অসুস্থ করে দিয়েছেন। আমি বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় ভুষণ মিস্ত্রি আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীর পরিবার আমার কাছে আসার পরে আমি ম্যানেজিং কমিটি নিয়ে বসেছি। শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে অভিযুক্ত শিক্ষক মরিওম মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মারধরের বিষয়টি সত্য নয়। আমি ওদের গণিত শিক্ষক। গণিত শেখাতে গিয়ে আমি ওই শিক্ষার্থীকে সামান্য কটু কথা বলেছি। সে কীভাবে আহত হয়ে হাসপাতালে গেল, বিষয়টি জানা নেই। হাসপাতালে ভর্তি করানোর খবর শুনে আমি তাকে দেখে এসেছি। ওর মাথায় ব্যথা, এটা নাকি আগেরই রোগ।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির বলেন, ‘বিষয়টি আমি তদন্ত করে দেখব। দোষী প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘অভিভাবক লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ওই স্কুলের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ধুপতি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এরপর ওই শিক্ষার্থীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীর অভিভাবকদের অভিযোগ, পড়া না পারায় ওই স্কুলের সহকারী শিক্ষক মরিওম আক্তার নামের এক শিক্ষক ওই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে।
শিক্ষার্থীর বাবা জানান, বুধবার ক্লাস শুরুর পর তাঁর মেয়েকে পড়া জিজ্ঞেস করেন স্কুলশিক্ষক মরিওম। উত্তর দিতে দেরি হওয়ায় তিনি অপর এক শিক্ষার্থীকে একই প্রশ্ন করলে ওই শিক্ষার্থী উত্তর দেন। এ সময় শিক্ষক মরিওম তাঁর মেয়েকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে তিনি লাইব্রেরি থেকে লাঠি এনে তাঁর মেয়ের মাথা ও পিঠে আঘাত করেন। এ সময় তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা বিষয়টি তাঁর স্ত্রীকে জানায়। খবর পেয়ে স্কুলে গিয়ে তিনি তাঁর মেয়েকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ‘আমার মেয়ে মেধাবী শিক্ষার্থী। প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়। মেয়েকে মারধর করার বিষয়টি আমি জানতে চাইলে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে শিক্ষক মরিওম। তিনি আমার মেয়েকে মেরে অসুস্থ করে দিয়েছেন। আমি বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় ভুষণ মিস্ত্রি আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীর পরিবার আমার কাছে আসার পরে আমি ম্যানেজিং কমিটি নিয়ে বসেছি। শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে অভিযুক্ত শিক্ষক মরিওম মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মারধরের বিষয়টি সত্য নয়। আমি ওদের গণিত শিক্ষক। গণিত শেখাতে গিয়ে আমি ওই শিক্ষার্থীকে সামান্য কটু কথা বলেছি। সে কীভাবে আহত হয়ে হাসপাতালে গেল, বিষয়টি জানা নেই। হাসপাতালে ভর্তি করানোর খবর শুনে আমি তাকে দেখে এসেছি। ওর মাথায় ব্যথা, এটা নাকি আগেরই রোগ।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির বলেন, ‘বিষয়টি আমি তদন্ত করে দেখব। দোষী প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘অভিভাবক লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
১৪ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১৬ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
২৯ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৩২ মিনিট আগে