তিস্তায় নৌকা তৈরির ধুম
তিস্তায় শুষ্ক মৌসুমে নৌকা চলাচল কমে যায়। বর্ষা মৌসুমে এই তিস্তা নদী হয়ে উঠে টইটম্বুর। এ সময় তিস্তা উপকূলবর্তী নৌকার মাঝি, জেলে, কৃষক ও বাসিন্দাদের প্রধান ভরসা হয়ে ওঠে নৌকা। তাই বর্ষার আগমনে নৌকা তৈরিতে তিস্তা নদীর তীরে মাঝি, জেলে ও চরের বাসিন্দারা এখন সরব।