Ajker Patrika

৪০২৪ লিটার সয়াবিন তেল জব্দ করে বিক্রি

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১২: ৪৯
৪০২৪ লিটার সয়াবিন তেল জব্দ করে বিক্রি

নীলফামারীর ডিমলার পর এবার কিশোরগঞ্জে এক ব্যবসায়ীর গুদামে পাওয়া গেল অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল। এই তেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ বাজার এলাকায় মেসার্স হারুন স্টোরে অভিযান চালিয়ে এই তেল জব্দ করে। পরে ভোক্তা পর্যায়ে তা ১৫৯ টাকা লিটার দরে বিক্রি করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় অবৈধভাবে তেল মজুতের অপরাধে ওই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাবুল আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক শামসুল আলম জানান, কিশোরগঞ্জ বাজারের মেসার্স হারুন স্টোরের গুদামে আগের নির্ধারিত মূল্যের বিপুল পরিমাণ সয়াবিন তেল অবৈধভাবে মজুত ছিল। এমন গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের আধা, এক ও দুই লিটার বোতলের মোট ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। দাম বৃদ্ধির আগে সরবরাহ কোম্পানিগুলোর কাছ থেকে এই তেল আনা হলেও তা বাজারে না ছেড়ে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে মজুত করে রাখেন হারুন স্টোরের মালিক বাবুল।

শামসুল আলম আরও বলেন, ‘যথাযথভাবে পণ্য বিক্রি বা সরবরাহ না করে অবৈধভাবে মজুত করার অপরাধে ব্যবসায়ী বাবুল আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে জব্দকৃত ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল ভোক্তাদের মধ্যে পূর্বের ১৫৯ টাকা লিটার দরে বিক্রি করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত