Ajker Patrika

পানির নিচে ধান, বিপাকে কৃষক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১৪: ৫৮
পানির নিচে ধান, বিপাকে কৃষক

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে বিপাকে পড়েছেন নীলফামারীর সৈয়দপুরের কৃষকেরা। তলিয়ে গেছে উপজেলার বেশ কিছু এলাকার জমির পাকা ও আধা পাকা ধান। ক্ষতি হয়েছে অন্য ফসলেরও।

গত শুক্রবার ভোর থেকে শুরু হয় বৃষ্টিপাত। যা থেমে থেমে গতকাল শনিবার পর্যন্ত অব্যাহত ছিল। স্থানীয় আবহাওয়া কার্যালয় জানায়, এ দুই দিনে উপজেলায় গড়ে ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা রংপুর বিভাগে সর্বোচ্চ। ভারী এই বৃষ্টিপাতে ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৭ হাজার ৬৬৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ব্রি-ধান ৮১, ব্রি-ধান ৮২, ব্রি-ধান ২৮, ব্রি-ধান ২৯, জিরাশাইলসহ হাইব্রিড জাতের বেশ কিছু ধানের আবাদ করেছেন কৃষকেরা। এ ছাড়া দুই হেক্টর প্রদর্শনী প্লটে প্রথমবারের মতো চাষ হয়েছে বঙ্গবন্ধু ধান ১০০।

ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক বলেন, ‘এর আগেও শিলাবৃষ্টি আর পানি বৃদ্ধির কারণে তলিয়ে যায় অনেক জমি। বৈরী আবহাওয়ার কারণে এবার ফসল উৎপাদনে খরচটাও উঠবে না হয়তো।’

পানিতে থাকা ধান তুলছেন এক কৃষকগতকাল উপজেলার বোতলাগাড়ী, কামারপুকুর বাঙ্গালীপুরসহ বেশ কিছু এলাকায় গিয়ে দেখা গেছে, নিচু এলাকায় ফসলি জমি ডুবে গেছে। অনেক খেতে তলিয়ে থাকা ধানে পচন ধরেছে। কোথাও হাঁটুপানি কোথাও কোমর পর্যন্ত পানিতে নেমে ডুব দিয়ে কৃষক পরিবারের সদস্যরা আধা পাকা কিংবা কাঁচা ধান কাটছেন।

উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার হামিদুর রহমান বলেন, ‘দুই বিঘা জমিতে ব্রি-২৮ ও ব্রি-২৯ ধানের আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছে। আর ১০ দিন গেলেই ফসল ঘরে তুলতাম। কিন্তু দুই দিনের বৃষ্টিতে সব ধান পানিতে তলিয়ে গেছে।’ উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের ইমতিয়াজ হোসেন বলেন, ‘ঋণ নিয়ে নিজের দেড় বিঘা এবং চুক্তিতে আরও দুই বিঘা জমিতে ধানের আবাদ করেছি। ফসল ঘরে তুলে মেয়ের বিয়ে দেব বলে স্বপ্ন দেখেছিলাম। কিন্তু বৃষ্টির পানিতে স্বপ্ন যেন ভেসে গেল।’

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহীনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বৃষ্টিতে কৃষির ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে। তবে জমিতে পানি জমে থাকলেও ধানের তেমন ক্ষতি হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত