Ajker Patrika

ভাটার ধোঁয়ায় নষ্ট বোরো ধান

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২২, ১৫: ৪০
ভাটার ধোঁয়ায় নষ্ট বোরো ধান

নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার ধোঁয়ায় কয়েক হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি লিখিত অভিযোগ দিলে গত সোমবার তদন্তে আসেন প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও ইউএনও মো. শামীম হুসাইন ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে ইটভাটার মালিক ও কৃষান-কৃষানিদের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আশা করি, আমরা তদন্ত শেষে যথাসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেব। তবে ইটভাটাগুলোর ধোঁয়ায় সঠিক কী পরিমাণ জমির ইরি-বোরো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুরো তদন্ত শেষ না করে কিছু বলা যাচ্ছে না।

জানা গেছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিনাজপুর-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে তিন ফসলি আবাদি জমিতে পাশাপাশি তিনটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এসব ভাটার কৃষি বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র বা সনদ নেই। আর নীলফামারী জেলা প্রশাসনের অনুমতিপত্র মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই। এ তিন ইটভাটার আশপাশে থাকা জমির মালিক কিংবা বর্গাচাষিরা প্রতিবছরের মতো চলতি ইরি-বোরো মৌসুমে ধান চাষ করেন। এসবের মধ্যে আছে বিআর-২৮, বিআর-২৯ সহ বিভিন্ন জাতের ধান। আর এবার আবহাওয়াও অনেকটাই ইরি-বোরোর অনুকূলে থাকায় ধান ভালো হয়েছে।

এদিকে ধানচাষিদের আনীত অভিযোগ সঠিক নয় বলে জানিয়ে এমবিএস ব্রিকসের মালিক মোস্তফা ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, নিয়ম-নীতি মেনে ভাটা পরিচালনা করছি। কয়লা ছাড়া কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত