নীলফামারী প্রতিনিধি
সাবেক স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় মো. হাসান আল মাসুদ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর জলঢাকা থানার পুলিশ। গত রোববার বিকেলে সাভারের নন্দন পার্কের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আসামি মাসুদকে নীলফামারী আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হাসান আল মাসুদ শামীম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধনিরামপাড়া এলাকার নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারীর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তারের সময় মোবাইল প্রযুক্তি ব্যবহার ও প্রেমের অভিনয় করে ফাঁদ পেতে পর্ণোগ্রাফি বানানো ও ছড়ানোর কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী এলাকার মোকছেদুল ইসলামের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় শামীমের। কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ হলে স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ধারণ করা ভিডিও ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। পরে গত ২২ এপ্রিল সাবেক স্বামীর বিরুদ্ধে জলঢাকা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগীর বাবা মোকছেদুল ইসলাম জানান, মেয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মাসুদ নানাভাবে তাঁর মেয়ে ও পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। এ ছাড়া বিভিন্ন সময়ে মোবাইলে অন্য ব্যক্তির সাহায্যে মেয়েকে মানসিকভাবে নির্যাতন করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী বলেন, ‘দুই সপ্তাহ আগে মামলাটি রুজু করা হয়। এর দায়িত্বভার পাওয়ার পর থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করি আমরা। এরপর সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আজ দুপুরে নীলফামারী আদালতে তোলা হবে।’
সাবেক স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় মো. হাসান আল মাসুদ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর জলঢাকা থানার পুলিশ। গত রোববার বিকেলে সাভারের নন্দন পার্কের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আসামি মাসুদকে নীলফামারী আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হাসান আল মাসুদ শামীম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধনিরামপাড়া এলাকার নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারীর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তারের সময় মোবাইল প্রযুক্তি ব্যবহার ও প্রেমের অভিনয় করে ফাঁদ পেতে পর্ণোগ্রাফি বানানো ও ছড়ানোর কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী এলাকার মোকছেদুল ইসলামের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় শামীমের। কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ হলে স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ধারণ করা ভিডিও ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। পরে গত ২২ এপ্রিল সাবেক স্বামীর বিরুদ্ধে জলঢাকা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগীর বাবা মোকছেদুল ইসলাম জানান, মেয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মাসুদ নানাভাবে তাঁর মেয়ে ও পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। এ ছাড়া বিভিন্ন সময়ে মোবাইলে অন্য ব্যক্তির সাহায্যে মেয়েকে মানসিকভাবে নির্যাতন করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী বলেন, ‘দুই সপ্তাহ আগে মামলাটি রুজু করা হয়। এর দায়িত্বভার পাওয়ার পর থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করি আমরা। এরপর সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আজ দুপুরে নীলফামারী আদালতে তোলা হবে।’
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৩ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
৩ ঘণ্টা আগে