নীলফামারী প্রতিনিধি
সাবেক স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় মো. হাসান আল মাসুদ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর জলঢাকা থানার পুলিশ। গত রোববার বিকেলে সাভারের নন্দন পার্কের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আসামি মাসুদকে নীলফামারী আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হাসান আল মাসুদ শামীম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধনিরামপাড়া এলাকার নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারীর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তারের সময় মোবাইল প্রযুক্তি ব্যবহার ও প্রেমের অভিনয় করে ফাঁদ পেতে পর্ণোগ্রাফি বানানো ও ছড়ানোর কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী এলাকার মোকছেদুল ইসলামের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় শামীমের। কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ হলে স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ধারণ করা ভিডিও ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। পরে গত ২২ এপ্রিল সাবেক স্বামীর বিরুদ্ধে জলঢাকা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগীর বাবা মোকছেদুল ইসলাম জানান, মেয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মাসুদ নানাভাবে তাঁর মেয়ে ও পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। এ ছাড়া বিভিন্ন সময়ে মোবাইলে অন্য ব্যক্তির সাহায্যে মেয়েকে মানসিকভাবে নির্যাতন করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী বলেন, ‘দুই সপ্তাহ আগে মামলাটি রুজু করা হয়। এর দায়িত্বভার পাওয়ার পর থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করি আমরা। এরপর সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আজ দুপুরে নীলফামারী আদালতে তোলা হবে।’
সাবেক স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় মো. হাসান আল মাসুদ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর জলঢাকা থানার পুলিশ। গত রোববার বিকেলে সাভারের নন্দন পার্কের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আসামি মাসুদকে নীলফামারী আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হাসান আল মাসুদ শামীম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধনিরামপাড়া এলাকার নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারীর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তারের সময় মোবাইল প্রযুক্তি ব্যবহার ও প্রেমের অভিনয় করে ফাঁদ পেতে পর্ণোগ্রাফি বানানো ও ছড়ানোর কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী এলাকার মোকছেদুল ইসলামের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় শামীমের। কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ হলে স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ধারণ করা ভিডিও ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। পরে গত ২২ এপ্রিল সাবেক স্বামীর বিরুদ্ধে জলঢাকা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগীর বাবা মোকছেদুল ইসলাম জানান, মেয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মাসুদ নানাভাবে তাঁর মেয়ে ও পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। এ ছাড়া বিভিন্ন সময়ে মোবাইলে অন্য ব্যক্তির সাহায্যে মেয়েকে মানসিকভাবে নির্যাতন করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী বলেন, ‘দুই সপ্তাহ আগে মামলাটি রুজু করা হয়। এর দায়িত্বভার পাওয়ার পর থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করি আমরা। এরপর সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আজ দুপুরে নীলফামারী আদালতে তোলা হবে।’
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
১ ঘণ্টা আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
১ ঘণ্টা আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
২ ঘণ্টা আগে