Ajker Patrika

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৬: ৩১
একযোগে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা
একযোগে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের (এআইবি) চাকরিচ্যুত ৫৪৭ জন কর্মকর্তা।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান নেন তাঁরা। অবস্থান কর্মসূচিতে শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা উপস্থিত ছিলেন। চাকরি পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

চট্টগ্রাম থেকে আসা এক কর্মকর্তা (অফিসার ক্যাশ) মো. কামাল বলেন, গত ২০ জুলাই অফিস শেষ করে বের হওয়ার সময় হঠাৎ করে ই-মেইলে একসঙ্গে ৫৪৭ জনকে চাকরিচ্যুত করা হয়। আমাদের চাকরি স্থায়ী করা হলেও কোনো কারণ ছাড়ায় অব্যাহতি দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এই বৈষম্য আমরা মানি না।

সায়েদাবাদ থেকে আসা কর্মকর্তা (চাকরিচ্যুত) মিজানুর রহমান বলেন, তিন বছরের বেশি সময় ধরে আমরা এআইবি ব্যাংকে চাকরি করেছি। আমাদের স্থায়ী নিয়োগ থাকা অবস্থায় কর্তৃপক্ষ নতুন এজেন্ডা বাস্তবায়নে নতুন নিয়োগ দিচ্ছে। কোন আইনে তারা এটি করছে এর জবাব দিতে হবে।

সাতক্ষীরা থেকে আসা চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা (অফিসার জেনারেল) মো. ফরহাদ হোসেন বলেন, আমরা যোগ্যতার প্রমাণ দিয়ে কয়েক বছর কাজ করে আসছি। যদি অযোগ্য হতাম তাহলে ইনক্রিমেন্ট ও স্থায়ীকরণ করেন কী করে? ব্যাংকের নীতিমালা না মেনেই আমাদের চাকরিচ্যুত করেছেন। এটা আমরা মানি না।

তিনি বলেন, অনেকের চাকরি শেষ পর্যায়ে। অনেকের চাকরির বয়স নেই। অনেকের পরিবারে মা-বাবা অসুস্থ। তাহলে হঠাৎ চাকরিচ্যুত করলে আমরা কোথায় যাব? কী কারণে আমাদের চাকরিচ্যুত করেছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলে আমরা পরিবার নিয়ে আন্দোলন করতে বাধ্য হব। দরকার হলে আমরণ অনশনে যেতে বাধ্য হব।

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন—চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা মো. নুরুল আকিব, আরিফা খাতুন, আফরিন, নুরুল আকিব, সালাহ উদ্দিন, আমিনুল ইসলাম সোহানা প্রমুখ।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত