Ajker Patrika

সাউথইস্ট ব্যাংকের দুই পরিচালকের ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাউথইস্ট ব্যাংকের দুই পরিচালকের ১০ লাখ টাকা জরিমানা

নিষিদ্ধ সময়ে শেয়ার লেনদেনের দায়ে সাউথইস্ট ব্যাংকের দুই উদ্যোক্তা পরিচালককে ১০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই সঙ্গে দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইও প্রত্যাহার এবং ড্যাফোডিল কম্পিউটারের ঋণকে ইকুইটিতে রূপান্তরের আবেদন বাতিল করা হয়েছে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৯৬৪ তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পরদিন বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সংস্থার পরিচালক ও মুখপাত্র আবুল কালাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভিশন পিরিয়ডে অর্থাৎ ২০২০ সালের ১ নভেম্বর থেকে ২০২১ সালের ৯ মে পর্যন্ত শেয়ার লেনদেনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফারজানা আজিম ও তাঁর ভাই মামুন আজিম সাউথইস্ট ব্যাংকের শেয়ার কেনাবেচা করেন। এ অপরাধে উভয়কে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইও প্রত্যাহারের আবেদন গ্রহণ করেছে কমিশন। এর ফলে প্রতিষ্ঠানটির ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দেওয়া কিউআইও সম্মতিপত্র বাতিল করা হয়েছে।

এ ছাড়া ড্যাফোডিল কম্পিউটার পিএলসির সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে ইকুইটিতে রূপান্তরের প্রস্তাবও কমিশন নামঞ্জুর করেছে। প্রতিষ্ঠানটি এই অর্থ প্রতিটি ১০ টাকা মূল্যে ৪ কোটি ৬৭ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধির পরিকল্পনা করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত