নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধ সময়ে শেয়ার লেনদেনের দায়ে সাউথইস্ট ব্যাংকের দুই উদ্যোক্তা পরিচালককে ১০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই সঙ্গে দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইও প্রত্যাহার এবং ড্যাফোডিল কম্পিউটারের ঋণকে ইকুইটিতে রূপান্তরের আবেদন বাতিল করা হয়েছে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৯৬৪ তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পরদিন বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সংস্থার পরিচালক ও মুখপাত্র আবুল কালাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভিশন পিরিয়ডে অর্থাৎ ২০২০ সালের ১ নভেম্বর থেকে ২০২১ সালের ৯ মে পর্যন্ত শেয়ার লেনদেনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফারজানা আজিম ও তাঁর ভাই মামুন আজিম সাউথইস্ট ব্যাংকের শেয়ার কেনাবেচা করেন। এ অপরাধে উভয়কে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইও প্রত্যাহারের আবেদন গ্রহণ করেছে কমিশন। এর ফলে প্রতিষ্ঠানটির ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দেওয়া কিউআইও সম্মতিপত্র বাতিল করা হয়েছে।
এ ছাড়া ড্যাফোডিল কম্পিউটার পিএলসির সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে ইকুইটিতে রূপান্তরের প্রস্তাবও কমিশন নামঞ্জুর করেছে। প্রতিষ্ঠানটি এই অর্থ প্রতিটি ১০ টাকা মূল্যে ৪ কোটি ৬৭ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধির পরিকল্পনা করেছিল।
নিষিদ্ধ সময়ে শেয়ার লেনদেনের দায়ে সাউথইস্ট ব্যাংকের দুই উদ্যোক্তা পরিচালককে ১০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই সঙ্গে দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইও প্রত্যাহার এবং ড্যাফোডিল কম্পিউটারের ঋণকে ইকুইটিতে রূপান্তরের আবেদন বাতিল করা হয়েছে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৯৬৪ তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পরদিন বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সংস্থার পরিচালক ও মুখপাত্র আবুল কালাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভিশন পিরিয়ডে অর্থাৎ ২০২০ সালের ১ নভেম্বর থেকে ২০২১ সালের ৯ মে পর্যন্ত শেয়ার লেনদেনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফারজানা আজিম ও তাঁর ভাই মামুন আজিম সাউথইস্ট ব্যাংকের শেয়ার কেনাবেচা করেন। এ অপরাধে উভয়কে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইও প্রত্যাহারের আবেদন গ্রহণ করেছে কমিশন। এর ফলে প্রতিষ্ঠানটির ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দেওয়া কিউআইও সম্মতিপত্র বাতিল করা হয়েছে।
এ ছাড়া ড্যাফোডিল কম্পিউটার পিএলসির সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে ইকুইটিতে রূপান্তরের প্রস্তাবও কমিশন নামঞ্জুর করেছে। প্রতিষ্ঠানটি এই অর্থ প্রতিটি ১০ টাকা মূল্যে ৪ কোটি ৬৭ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধির পরিকল্পনা করেছিল।
বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশের সহযোগিতায় মেলাটির আয়োজন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।
৯ মিনিট আগেআজ বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি অফিসার টি এ এল দায়ে আর্ন, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট পার্টনার বেনজামিন চু এবং বিজিএমইএ পরিচালক রুমানা রশীদ।
১১ মিনিট আগেযদি কেউ করে, তা জুরিসডিকশন অ্যাপ্রোচ হয় না। সেখানে ইন্টারেস্ট গ্রুপের স্বার্থ বিঘ্নিত হয়। বিশেষ মহলের স্বার্থই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা নানাভাবে প্রভাব খাটাতে অপপ্রয়াস পায়। তাদের নির্দেশনা বাস্তবায়ন করা উচিত না। কিন্তু ঠিকাদার ও সরকারি ডিসি তো অপারগতা প্রকাশ করে। এতে সুবিধাভোগী প্রকল্পের
১৪ মিনিট আগেভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন আজ বৃহস্পতিবার আশাবাদ প্রকাশ করেছেন যে, নির্দিষ্ট কিছু পণ্যে আরোপিত শাস্তিমূলক মার্কিন শুল্ক সম্ভবত ৩০ নভেম্বরের পর প্রত্যাহার করা হতে পারে। এই বিষয়টি, দুই দেশের মধ্যে চলমান আলোচনার সময়ই বাণিজ্যিক বিধিনিষেধের শিথিলতার ইঙ্গিত দিচ্ছে।
৪৩ মিনিট আগে