বর্ষায় পতিত হাজার একর কৃষিজমি
নীলফামারীর ডিমলায় ভাঙা বাঁধের কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে পতিত থাকছে কয়েক হাজার একর ফসলি জমি। ফলে উপজেলায় কমপক্ষে ১০ হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদন কম হচ্ছে। বাঁধটি সংস্কার করে এসব জমিকে চাষযোগ্য করে তোলার দাবি জানিয়েছেন কৃষকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে জানান,