Ajker Patrika

পত্রিকায় সংবাদ প্রকাশের পর বখাটেদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১৭: ০৩
পত্রিকায় সংবাদ প্রকাশের পর বখাটেদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ

স্কুল-কলেজ এলাকায় বখাটেদের আড্ডা ও অভিভাবকদের উদ্বেগ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর বখাটে বা ইভ টিজারদের রুখতে সচেতনতামূলক প্রচার শুরু করেছে নীলফামারীর সৈয়দপুর থানা-পুলিশ। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিটি শ্রেণিতে গিয়ে ইভ টিজিং, বাল্যবিবাহ রোধসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করছে স্থানীয় পুলিশ প্রশাসন। এ ছাড়া ক্লাস শুরু ও ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় পুলিশি টহলও শুরু হয়েছে।

আজ বুধবার থেকে এসব কার্যক্রম শুরু করা হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা।

পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ওই দিন পুলিশের পক্ষ থেকে শহরের চারটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম চালানো হয়। কার্যক্রমের অংশ হিসেবে এদিন সৈয়দপুর থানার উপপুলিশ পরিদর্শক আহমদ উল্লাহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে ইভ টিজিং, মাদক, বাল্যবিবাহসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। কেউ ইভ টিজিংয়ের শিকার হলে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। এ সময় মুঠোফোনে বখাটের তথ্য দিতে ছাত্রীদের প্রতি অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল-কলেজ এলাকায় বখাটেদের আড্ডা, উদ্বেগ অভিভাবকদের’ শিরোনামে গত রোববার আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদটি দৃষ্টিগোচর হয়। স্কুল-কলেজ এলাকায় অযথা যারা ঘোরাফেরা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্লাস শুরু ও ছুটির সময় শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় টহলে থাকবে পুলিশ।’ সেই সঙ্গে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে জানান এ পুলিশ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত