সাবেক সংসদ সদস্য ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে বিস্ফোরক আইনের দুটি মামলায় চার দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ নির্দেশ দেন।
আবেদনে বলা হয়, আলমগীর ও মনির দুজনই ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন বলে তদন্তে জানা গেছে। তাঁদের নাম-ঠিকানা যাচাই করা, কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, ধারাবাহিক ঘটনা উদ্ঘাটন, কারা কারা ঘটনায় জড়িত, তাঁদের পরিচয় জানা, তাঁদের গ্রেপ্তার অভিযান পরিচালনা করার জন্য প্রত্যেক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক সজল মোল্লা (৩০) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ফয়সাল বিপ্লবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় সাত দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার সকালে বিপ্লবকে মুন্সিগঞ্জ আমলি আদালত-১-এ হাজির করে আট দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
আবেদনে বলা হয়, আরিফ হত্যা মামলার আসামিরা সুব্রত বাইনের সহযোগী বলে জানা গেছে। মামলা তদন্তের সময় জানা গেছে, সুব্রত বাইনের নির্দেশে তাঁরা এই হত্যাকাণ্ড ঘটান। রিমান্ডে সুব্রত বাইনকে জিজ্ঞাসাবাদ করা হলে যুবদল নেতা হত্যার ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।