নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তারের পর সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজশে ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রিমান্ড মঞ্জুর করেন।
কাজী মামুনুর রশীদকে গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করে আজকের পত্রিকাকে ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মামলা রয়েছে।
মামুনুর রশীদকে আজ বিকেলে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলায় ইতিমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ও তাঁর সহযোগী গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল।
মামুনুর রশীদের রিমান্ডের আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এই মামলার প্রধান আসামি এনায়েত করিম চৌধুরীর সঙ্গে মিলিতভাবে সরকার উৎখাতের লক্ষ্যে গোপন ষড়যন্ত্রের অভিযোগের সঙ্গে কাজী মামুনুর রশীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ধার করা প্রয়োজন।
এর আগে কাজী মামুনুর রশীদ গত বছরের ৪ নভেম্বর ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি জামিনে মুক্তি পান।
বর্তমানে জাপার তিনটি অংশ। একটি অংশের চেয়ারম্যান প্রয়াত এরশাদের ভাই জি এম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, আরেকটি অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। অপর অংশের চেয়ারম্যান দলের প্রতিষ্ঠাতা এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুনুর রশীদ।
জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তারের পর সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজশে ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রিমান্ড মঞ্জুর করেন।
কাজী মামুনুর রশীদকে গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করে আজকের পত্রিকাকে ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মামলা রয়েছে।
মামুনুর রশীদকে আজ বিকেলে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলায় ইতিমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ও তাঁর সহযোগী গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল।
মামুনুর রশীদের রিমান্ডের আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এই মামলার প্রধান আসামি এনায়েত করিম চৌধুরীর সঙ্গে মিলিতভাবে সরকার উৎখাতের লক্ষ্যে গোপন ষড়যন্ত্রের অভিযোগের সঙ্গে কাজী মামুনুর রশীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ধার করা প্রয়োজন।
এর আগে কাজী মামুনুর রশীদ গত বছরের ৪ নভেম্বর ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি জামিনে মুক্তি পান।
বর্তমানে জাপার তিনটি অংশ। একটি অংশের চেয়ারম্যান প্রয়াত এরশাদের ভাই জি এম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, আরেকটি অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। অপর অংশের চেয়ারম্যান দলের প্রতিষ্ঠাতা এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুনুর রশীদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, নির্বাচনী ট্রেনে দেশবাসী, নির্বাচন বিলম্বের চেষ্টা কোনোভাবেই সফল হবে না। বিএনপির আস্থা এ দেশের জনগণ। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে।
৮ মিনিট আগেদিনাজপুরের নবাবগঞ্জে গবাদিপশুবাহিত তড়কা (অ্যানথ্রাক্স) রোগের বিস্তার রোধে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া জবাই না করতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
৩২ মিনিট আগেভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। আজ বুধবার দুপুরে উপজেলার শম্ভুপুর রেলগেট এলাকায় এ বিক্ষোভ করে তারা।
৩৯ মিনিট আগেকুষ্টিয়া–খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া–খুলনা মহাসড়কটি প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখা হয়।
১ ঘণ্টা আগে