জেলেরা জানান, মাছ ধরা শেষে আফসার মাঝির ট্রলারটি তীরে নোঙর করে রাখার পর ভোরে জেলেরা ঘুমাচ্ছিলেন। ট্রলারের ভেতরে আফসার মাঝিসহ পাঁচজন ঘুমিয়ে ছিলেন। এ সময় দক্ষিণ দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে গেলে তিনজন নদীতে পড়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, একপাশে ভাঙাচোরা সড়ক অপর পাশে পানিতে ভরা পুকুর। এর মাঝখানে খালের ওপর তৈরি করা হয়েছে সেতুটি। জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে সেনবাগ উপজেলায় চলাচলের পথে পুরোনো সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়দের চাহিদার ভিত্তিতে বজরা ইউনিয়নের মাওলানা বাড়ির সামনে খালের ওপর ওই সেতুটি নির্মাণ করা হয়।
গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের সঙ্গে নোয়াখালীর আওয়ামী লীগের আবদুল কাদের মির্জার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ওই ছবিতে কাদের মির্জার পাশে তাঁকে ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা