Ajker Patrika

আটজনের মৃত্যুর পর এল অনুদানের চেক

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ১৪: ৩৭
Thumbnail image

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সরকারের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জটিল রোগের চিকিৎসার অনুদানের চেক পাওয়ার আগেই আটজন আবেদনকারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়ে থাকে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে নির্দিষ্ট ফরমে এই অনুদানের জন্য আবেদন করতে হয়। পরবর্তী সময়ে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আবেদন যাচাই-বাছাই করে জেলা কার্যালয়ে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর উপজেলায় চলতি ২০২১-২০২২ইং অর্থ বছরে সরকারি অনুদান পেতে ২৯ জন আবেদন করেন। উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে আবেদনগুলো যাচাই-বাছাই করে জেলা কার্যালয়ে পাঠানো হয়। এতে তাঁরা সরকারি অনুদান পাওয়ার উপযোগী হিসেবে সুপারিশ করা হয়।

গত ৮ মে নীলফামারী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় থেকে সুপারিশপ্রাপ্তদের নামে ৫০ হাজার টাকা করে ২৯টি চেক ইস্যু করা হয়। কিন্তু ওই চেক পাওয়ার আগেই মারা যান আটজন। এঁদের একজন হচ্ছেন মোছা. আবেজা (৪৯)। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার পশ্চিম বেলপুকুর মোল্লাপাড়ার প্রয়াত ছকি মামুদের স্ত্রী। তিনি স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন।

মারা যাওয়া অন্যরা হলেন আব্দুল রহিম, মরিয়ম খাতুন, শ্রী জানকি রায়, মোছা. আলেফা বেগম, হালিমা খাতুন, মিরিজন বেওয়া ও রশিদুল ইসলাম।

আবেজার জামাতা সৈয়দপুর উপজেলার কাশিরাম ব্রহ্মত্তর গ্রামের টগর আলী বলেন, তাঁর শাশুড়ির চিকিৎসায় অনেক টাকাপয়সা ব্যয় হয়েছে। তারপরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এমনকি তিনি মারার যাওয়ার পর অর্থের অভাবে দাফন কাজের জন্য মানুষের কাছে সাহায্যের হাত বাড়াতে হয়। আবেদন করার পর যথাসময়ে সরকারি অনুদানের চেক পাওয়া গেলে হয়তো তাঁর শাশুড়িকে বাঁচানো যেত। তিনি জানান, তাঁর শাশুড়ির চিকিৎসায় অনেক ঋণ হয়েছে। এখন নমিনির নামে নতুন করে চেক ইস্যু করা না গেলে ওই ঋণ পরিশোধ করা সম্ভব হবে না।

আটজন আবেদনকারী সরকারি অনুদান না পেয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ। তিনি বলেন, যে সব আবেদনকারী চেক হস্তান্তরের আগেই মারা গেছেন, নতুন করে তাঁদের নমিনির নামে ইস্যুর জন্য এসব চেক জেলা কার্যালয়ে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত