একই অক্ষরে লেখ চার নাম
ইরা আর ইমন। উফ্, তারা সারাটা দিন শুধু ইউটিউবে কার্টুন দেখে কাটায়। খাওয়ার সময়ও সেই কার্টুনের গল্প। মা এত করে বলার পরও স্ক্রিন টাইম কমছে না ওদের। এটা তো একটা চিন্তার বিষয়, তাই না? এত ছোট থেকেই যদি সারাক্ষণ স্ত্রিনে সময় কাটে তাহলে চোখের সমস্যা তো হবেই, তার ওপর বুদ্ধির চর্চাও যাবে থেমে।