ক্রীড়া ডেস্ক
টোকিও অলিম্পিকের হকিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে ভারত। পদক নির্ধারণী ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়েছে তারা। ভারতীয় দল এই ব্রোঞ্জ জিতে অলিম্পিক হকিতে সর্বোচ্চ পদক জয়ের কীর্তি গড়েছে। আর সেমিফাইনালে ভারতকে হারানো বেলজিয়াম ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছে।
বেলজিয়াম সোনা জিতলেও ভারতের ব্রোঞ্জ জয়ের গুরুত্ব কোনো অংশেই কম নয়। এক সময় যে ভারত হকিতে একচ্ছত্র দাপট দেখিয়ে পদক জিতত, তারাই গত ৪১ বছরে পদক জিততে পারেনি। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে শেষবার সোনা জিতেছিল ভারতীয় হকি দল। আর এবারের ব্রোঞ্জ জয়ে অলিম্পিকের ইতিহাসে হকিতে সর্বোচ্চ পদক জয়ের রেকর্ড এককভাবে নিজেদের করে নিল তারা। টোকিও অলিম্পিকের আগে হকিতে সর্বোচ্চ পদক জয়ের তালিকায় ভারতের সঙ্গে যৌথভাবে ছিল জার্মানি।
দেশকে এত বড় অর্জন এনে দেওয়ায় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি টুইটে লিখেছেন, ‘এই দিনটি সব ভারতীয় গর্বের সঙ্গে মনে রাখবে। দেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়ায় আমাদের হকি দলকে অভিনন্দন। গোটা ভারত হকি দলের এই অর্জনে গর্বিত।’
এর আগে ১৯২৮ থেকে ১৯৮০ পর্যন্ত হকিতে ১১টি পদক (৮টি সোনা,১টি রূপা ও দু'টি ব্রোঞ্জ) জিতেছে ভারত। আর এবারের ব্রোঞ্জ জয়ে সব মিলিয়ে পদক সংখ্যা দাড়াল ১২ টি।
সর্বোচ্চ পদক জয়ের তালিকায় দুইয়ে থাকা জার্মানির পদক সংখ্যা ১১টি (৪টি সোনা,৩টি রূপা ও ৪টি ব্রোঞ্জ)। আর বেলজিয়ামের কাছে ফাইনালে হারা অস্ট্রেলিয়া ১০ পদক নিয়ে আছে তালিকার তিনে।
টোকিও অলিম্পিকের হকিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে ভারত। পদক নির্ধারণী ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়েছে তারা। ভারতীয় দল এই ব্রোঞ্জ জিতে অলিম্পিক হকিতে সর্বোচ্চ পদক জয়ের কীর্তি গড়েছে। আর সেমিফাইনালে ভারতকে হারানো বেলজিয়াম ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছে।
বেলজিয়াম সোনা জিতলেও ভারতের ব্রোঞ্জ জয়ের গুরুত্ব কোনো অংশেই কম নয়। এক সময় যে ভারত হকিতে একচ্ছত্র দাপট দেখিয়ে পদক জিতত, তারাই গত ৪১ বছরে পদক জিততে পারেনি। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে শেষবার সোনা জিতেছিল ভারতীয় হকি দল। আর এবারের ব্রোঞ্জ জয়ে অলিম্পিকের ইতিহাসে হকিতে সর্বোচ্চ পদক জয়ের রেকর্ড এককভাবে নিজেদের করে নিল তারা। টোকিও অলিম্পিকের আগে হকিতে সর্বোচ্চ পদক জয়ের তালিকায় ভারতের সঙ্গে যৌথভাবে ছিল জার্মানি।
দেশকে এত বড় অর্জন এনে দেওয়ায় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি টুইটে লিখেছেন, ‘এই দিনটি সব ভারতীয় গর্বের সঙ্গে মনে রাখবে। দেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়ায় আমাদের হকি দলকে অভিনন্দন। গোটা ভারত হকি দলের এই অর্জনে গর্বিত।’
এর আগে ১৯২৮ থেকে ১৯৮০ পর্যন্ত হকিতে ১১টি পদক (৮টি সোনা,১টি রূপা ও দু'টি ব্রোঞ্জ) জিতেছে ভারত। আর এবারের ব্রোঞ্জ জয়ে সব মিলিয়ে পদক সংখ্যা দাড়াল ১২ টি।
সর্বোচ্চ পদক জয়ের তালিকায় দুইয়ে থাকা জার্মানির পদক সংখ্যা ১১টি (৪টি সোনা,৩টি রূপা ও ৪টি ব্রোঞ্জ)। আর বেলজিয়ামের কাছে ফাইনালে হারা অস্ট্রেলিয়া ১০ পদক নিয়ে আছে তালিকার তিনে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে