ক্রীড়া ডেস্ক
বেঁচে থাকলে আগামী ১ আগস্ট ৫৬ বছরে পা রাখতেন গ্রাম থর্প। দীর্ঘসময় বিষণ্নতায় ভোগার পর গত বছর মুক্তি পেতে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে তাঁকে এখনো ভোলেনি ইংল্যান্ড ও তাঁর দল সারে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে প্রয়াত এই ব্যাটারকে তাঁর ৫৬তম জন্মদিনে স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ওভাল সারের ঘরের মাঠ। আর এই ক্লাবেই প্রথম শ্রেণির ক্যারিয়ারের পুরোটাই কাটিয়েছিলেন থর্প। এই ক্লাব ও ক্লাবের মাঠ মিলে মিশে ছিল তাঁর জীবনের সঙ্গে। সেই মাঠেই ভারত-ইংল্যান্ড টেস্টে সিরিজের শেষ টেস্টে তাঁকে স্মরণ করা হবে। ৩১ জুলাই শুরু হতে যাওয়া সে টেস্টের পরদিন অর্থাৎ থর্পের ৫৬তম জন্মদিনেই ‘এ ডে ফর থর্পি’ পালনের সিদ্ধান্ত হয়েছে।
শুধুই থর্পকে স্মরণ করা নয়, ‘ডে ফর থর্পি’ পালনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার একটা বার্তা দেওয়াও এই আয়োজনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যের বাস্তবায়নে যুক্ত হয়েছে ব্রিটিশ মানসিক স্বাস্থ্য ও সচেতনতা ও সহায়তামূলক সংস্থা ‘মাইন্ড’। মাইন্ডের জন্য তহবিল সংগ্রহে এদিন ওভালে দর্শকদের মাঝে বিশেষ ডিজাইন করা হেডব্যান্ডও বিক্রি করা হবে।
ব্যাট করার সময় সদাসর্বদাই হেডব্যান্ড পরতেন গ্রাহাম থর্প। থর্পের জন্মদিনে তাঁর সেই হেডব্যান্ডকে নতুন করে সামনে নিয়ে আসছেন তাঁর স্ত্রী আমান্ডা ও দুই মেয়ে কিটি ও এমা। তাঁদের ডিজাইন করা হেডব্যান্ডই বিক্রি করা হবে দর্শকদের মাঝে। এই বিক্রি থেকে পাওয়া কিছু অর্থ পাবে আরেক চ্যারিটি সংস্থা ‘থর্পি’স ব্যাট অ্যান্ড চ্যাট’, ক্রিকেটের মাধ্যমে যারা মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করে থাকে।
এ নিয়ে বিবিসির এক অনুষ্ঠানে থর্পের স্ত্রী আমান্ডা বলেন, ‘সেই দিনটি খুবই আবেগঘন হবে। আমরা তাকে উদযাপন করতে চাই, তার স্মৃতিকে স্মরণ করতে চাই। তার আলো এতটাই উজ্জ্বল ছিল যে তা হারিয়ে যাওয়ার নয়।’
বেঁচে থাকলে আগামী ১ আগস্ট ৫৬ বছরে পা রাখতেন গ্রাম থর্প। দীর্ঘসময় বিষণ্নতায় ভোগার পর গত বছর মুক্তি পেতে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে তাঁকে এখনো ভোলেনি ইংল্যান্ড ও তাঁর দল সারে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে প্রয়াত এই ব্যাটারকে তাঁর ৫৬তম জন্মদিনে স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ওভাল সারের ঘরের মাঠ। আর এই ক্লাবেই প্রথম শ্রেণির ক্যারিয়ারের পুরোটাই কাটিয়েছিলেন থর্প। এই ক্লাব ও ক্লাবের মাঠ মিলে মিশে ছিল তাঁর জীবনের সঙ্গে। সেই মাঠেই ভারত-ইংল্যান্ড টেস্টে সিরিজের শেষ টেস্টে তাঁকে স্মরণ করা হবে। ৩১ জুলাই শুরু হতে যাওয়া সে টেস্টের পরদিন অর্থাৎ থর্পের ৫৬তম জন্মদিনেই ‘এ ডে ফর থর্পি’ পালনের সিদ্ধান্ত হয়েছে।
শুধুই থর্পকে স্মরণ করা নয়, ‘ডে ফর থর্পি’ পালনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার একটা বার্তা দেওয়াও এই আয়োজনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যের বাস্তবায়নে যুক্ত হয়েছে ব্রিটিশ মানসিক স্বাস্থ্য ও সচেতনতা ও সহায়তামূলক সংস্থা ‘মাইন্ড’। মাইন্ডের জন্য তহবিল সংগ্রহে এদিন ওভালে দর্শকদের মাঝে বিশেষ ডিজাইন করা হেডব্যান্ডও বিক্রি করা হবে।
ব্যাট করার সময় সদাসর্বদাই হেডব্যান্ড পরতেন গ্রাহাম থর্প। থর্পের জন্মদিনে তাঁর সেই হেডব্যান্ডকে নতুন করে সামনে নিয়ে আসছেন তাঁর স্ত্রী আমান্ডা ও দুই মেয়ে কিটি ও এমা। তাঁদের ডিজাইন করা হেডব্যান্ডই বিক্রি করা হবে দর্শকদের মাঝে। এই বিক্রি থেকে পাওয়া কিছু অর্থ পাবে আরেক চ্যারিটি সংস্থা ‘থর্পি’স ব্যাট অ্যান্ড চ্যাট’, ক্রিকেটের মাধ্যমে যারা মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করে থাকে।
এ নিয়ে বিবিসির এক অনুষ্ঠানে থর্পের স্ত্রী আমান্ডা বলেন, ‘সেই দিনটি খুবই আবেগঘন হবে। আমরা তাকে উদযাপন করতে চাই, তার স্মৃতিকে স্মরণ করতে চাই। তার আলো এতটাই উজ্জ্বল ছিল যে তা হারিয়ে যাওয়ার নয়।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৪০ মিনিট আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৫ ঘণ্টা আগে