ক্রীড়া ডেস্ক
টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ল ১৪ বছরের কিশোরী কুয়ান হংচেন। নাদিয়া কোমানিচিকে মনে করিয়ে অলিম্পিকের মঞ্চে ডাইভিংয়ে ১০ মিটার প্ল্যাটফর্ম ফাইনালে লাফিয়ে ১০–এ ১০ স্কোর করেছেন কুয়ান। একবার নয় তিনি দশে দশ পেয়েছন দুইবার।
১৯৭৬ সালের মন্ট্রিয়েল অলিম্পিকের জিমন্যাস্টিকসে রোমানিয়ার নাদিয়া কোমানিচি ‘পারফেক্ট টেন’ স্কোর করেছিলেন অর্থাৎ ১০ এর ভেতর ১০-ই পেয়েছিলেন। কোমানিচির বয়সও তখন ছিল ১৪ বছর। ৪৫ বছর পর সেই কীর্তি মনে করিয়ে দিলেন আরেক ১৪ বছরের কিশোরী।
অ্যাকুয়্যাটিক্স সেন্টারে নারীদের ডাইভিং ইভেন্টের ১০ মিটার ফ্ল্যাটফর্মে রেকর্ড গড়ে সোনা জিতেছে কুয়ান। অলিম্পিকে নিজের প্রথম ইভেন্টে সব মিলিয়ে ৪৬৬.২০ স্কোর গড়ে সোনা জিতল এই কিশোরী। এই নিয়ে চীনের সোনা পদক সংখ্যা দাঁড়াল ৩৩-এ। সোনা পদক ও সম্মিলিত পদক জয় দুটিতেই শীর্ষে চীন।
কুয়ানের চেয়ে প্রায় ৪০ পয়েন্ট পেছনে থেকে ৪২৫.৪০ পয়েন্ট নিয়ে এই ইভেন্টে রূপা জিতেছে আরেক চীনা কিশোরী চেন ইউসি। রূপা জেতা ইউসি কুয়ানের চেয়ে ১ বছরের ছোট । ইউসির চেয়ে আবার প্রায় ৫০ পয়েন্ট পেছনে থেকে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার মেলিসা উ। সোনা ও রুপা জেতা হুংচেন আর ইউসির দুজনের বয়সের যোগফলই মেলিসার বয়স অর্থাৎ অস্ট্রেলিয়ান এই অ্যাথলেটের বয়স ২৯।
টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ল ১৪ বছরের কিশোরী কুয়ান হংচেন। নাদিয়া কোমানিচিকে মনে করিয়ে অলিম্পিকের মঞ্চে ডাইভিংয়ে ১০ মিটার প্ল্যাটফর্ম ফাইনালে লাফিয়ে ১০–এ ১০ স্কোর করেছেন কুয়ান। একবার নয় তিনি দশে দশ পেয়েছন দুইবার।
১৯৭৬ সালের মন্ট্রিয়েল অলিম্পিকের জিমন্যাস্টিকসে রোমানিয়ার নাদিয়া কোমানিচি ‘পারফেক্ট টেন’ স্কোর করেছিলেন অর্থাৎ ১০ এর ভেতর ১০-ই পেয়েছিলেন। কোমানিচির বয়সও তখন ছিল ১৪ বছর। ৪৫ বছর পর সেই কীর্তি মনে করিয়ে দিলেন আরেক ১৪ বছরের কিশোরী।
অ্যাকুয়্যাটিক্স সেন্টারে নারীদের ডাইভিং ইভেন্টের ১০ মিটার ফ্ল্যাটফর্মে রেকর্ড গড়ে সোনা জিতেছে কুয়ান। অলিম্পিকে নিজের প্রথম ইভেন্টে সব মিলিয়ে ৪৬৬.২০ স্কোর গড়ে সোনা জিতল এই কিশোরী। এই নিয়ে চীনের সোনা পদক সংখ্যা দাঁড়াল ৩৩-এ। সোনা পদক ও সম্মিলিত পদক জয় দুটিতেই শীর্ষে চীন।
কুয়ানের চেয়ে প্রায় ৪০ পয়েন্ট পেছনে থেকে ৪২৫.৪০ পয়েন্ট নিয়ে এই ইভেন্টে রূপা জিতেছে আরেক চীনা কিশোরী চেন ইউসি। রূপা জেতা ইউসি কুয়ানের চেয়ে ১ বছরের ছোট । ইউসির চেয়ে আবার প্রায় ৫০ পয়েন্ট পেছনে থেকে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার মেলিসা উ। সোনা ও রুপা জেতা হুংচেন আর ইউসির দুজনের বয়সের যোগফলই মেলিসার বয়স অর্থাৎ অস্ট্রেলিয়ান এই অ্যাথলেটের বয়স ২৯।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে