ক্রীড়া ডেস্ক
উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি আগেই ঘোষণা দিয়েছিলেন, তাঁদের দেশের অলিম্পিকে পদক জয়ীদের পুরস্কার দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী পদক জয়ীদের বিলাসবহুল গাড়ি, বাড়ি ও মাসিক ভাতা দিচ্ছে উগান্ডা সরকার।
টোকিও অলিম্পিকে ২ সোনা, ১ রুপা ও ১ ব্রোঞ্জ মিলিয়ে মোট চারটি পদক জিতেছেন উগান্ডার অ্যাথলেটরা। সোনা, রুপা ও ব্রোঞ্জজয়ী তিন অ্যাথলেটের প্রতি মাসে যথাক্রমে ১৪১৬, ৮৪৮ ও ২৮৩ মার্কিন ডলার ভাতা দেওয়া হবে। তাই নয়, প্রত্যেকেই পাবেন একটি করে গাড়ি ও বাড়ি। সেই সঙ্গে তাঁদের বাবা-মায়েদের সরকারের পক্ষ থেকে বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা এসেছে।
জশুয়া চেপতেগেই পুরুষদের ৫ হাজার মিটারে জিতেছেন সোনা। সোনা ও রুপা জিতেছেন স্টিলা চেসাং আর পিরুথ চিমুতায় আর ব্রোঞ্জ জিতেছেন জ্যাকব কিপলিমো। তাদের এই অর্জনে উচ্ছ্বসিত প্রেসিডেন্ট মুসেভেনি। তিনি বলেছেন, বিজয়ী অ্যাথলেটকে উপহার হিসেবে একটি গাড়ি এবং নগদ অর্থ পুরস্কার দিতে চাই।
স্বর্ণপদক বিজয়ীর জন্য দুটি মিতসুবিশি আউটল্যান্ডারস আর রুপা জয়ীকে একটি ‘মিতসুবিশি এল ২০০’ দেওয়া হবে।
উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি আগেই ঘোষণা দিয়েছিলেন, তাঁদের দেশের অলিম্পিকে পদক জয়ীদের পুরস্কার দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী পদক জয়ীদের বিলাসবহুল গাড়ি, বাড়ি ও মাসিক ভাতা দিচ্ছে উগান্ডা সরকার।
টোকিও অলিম্পিকে ২ সোনা, ১ রুপা ও ১ ব্রোঞ্জ মিলিয়ে মোট চারটি পদক জিতেছেন উগান্ডার অ্যাথলেটরা। সোনা, রুপা ও ব্রোঞ্জজয়ী তিন অ্যাথলেটের প্রতি মাসে যথাক্রমে ১৪১৬, ৮৪৮ ও ২৮৩ মার্কিন ডলার ভাতা দেওয়া হবে। তাই নয়, প্রত্যেকেই পাবেন একটি করে গাড়ি ও বাড়ি। সেই সঙ্গে তাঁদের বাবা-মায়েদের সরকারের পক্ষ থেকে বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা এসেছে।
জশুয়া চেপতেগেই পুরুষদের ৫ হাজার মিটারে জিতেছেন সোনা। সোনা ও রুপা জিতেছেন স্টিলা চেসাং আর পিরুথ চিমুতায় আর ব্রোঞ্জ জিতেছেন জ্যাকব কিপলিমো। তাদের এই অর্জনে উচ্ছ্বসিত প্রেসিডেন্ট মুসেভেনি। তিনি বলেছেন, বিজয়ী অ্যাথলেটকে উপহার হিসেবে একটি গাড়ি এবং নগদ অর্থ পুরস্কার দিতে চাই।
স্বর্ণপদক বিজয়ীর জন্য দুটি মিতসুবিশি আউটল্যান্ডারস আর রুপা জয়ীকে একটি ‘মিতসুবিশি এল ২০০’ দেওয়া হবে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে