Ajker Patrika

এবার শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুলাই ২০২৫, ২১: ৪৩
সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত
সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

এবার শিক্ষক নিয়োগে ৪৯ তম বিশেষ বিসিএস আয়োজন করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ সোমবার আজকের পত্রিকা'কে এ তথ্য জানান পিএসসির এক সদস্য।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির সদস্য বলেন, ‘শিক্ষক নিয়োগে বিশেষ বিসিএস আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। আশা করছি, আজই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

সরকারি কলেজে শিক্ষক সংকট দূর করতে শিক্ষা ক্যাডারের ‘বিশেষ বিসিএস’ নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছে। বিভিন্ন সরকারি কলেজে ৩ হাজার ৫৮৫টি পদ শূন্য রয়েছে। দ্রুত এসব পদ পূরণে ‘বিশেষ বিসিএস’ নেওয়ার প্রস্তাব দেয় শিক্ষা মন্ত্রণালয়।

২০২১ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ (অতিরিক্ত সচিব) -এর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের শূন্য পদ পূরণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতার বিভিন্ন দপ্তরের শূন্য পদের তালিকা ও নিয়োগের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সরকারি কলেজে ৩ হাজার ৫৮৫টি প্রভাষক (শিক্ষা ক্যাডার) পদে শিক্ষক নেই।

এসব শূন্য পদ পূরণে বিশেষ বিসিএস নেওয়া যায় কিনা তা যাচাই-বাছাই করে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) এ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে আগামী ২৫ জানুয়ারি মধ্যে একটি প্রস্তাব তৈরির নির্দেশ দেয়।

এর আগে সরকারি কলেজগুলোর শূন্য পদ পূরণে ১৪, ১৬ এবং ২৬ তম এ তিনটি বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সেসব বিসিএসে প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত