Ajker Patrika

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাউত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৫: ৪৬
উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি আজ সোমবার বেলঅ ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এর পরপরই বিধ্বস্ত হয়।

দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, মাইলস্টোন স্কুলের পাশে বিকট শব্দে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ চলছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানিয়েছে, উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়। বেলা ১টা ১৮ মিনিটে খবর পেয়ে ১টা ২২ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত