
রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও এক শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার নাম রোহান (১৪)।

বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। দুর্ঘটনার পর টানা কয়েক দিন বন্ধ ছিল এ ক্যাম্পাস। মাঝখানে কয়েক দিন ক্যাম্পাস খোলা থাকলেও হয়নি শ্রেণি কার্যক্রম।

উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনার ১৫ দিন পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে স্বল্প পরিসরে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় পাঠদান কার্যক্রম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আজ সকাল পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ৩২ জন ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুপুরে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। তাঁরা পরে চিকিৎসার জন্য আবারও হাসপাতালে আসবেন। গতকাল বুধবার পর্যন্ত দুজন আইসিইউতে ছিলেন। তাঁদের মধ্যে একজনের