Ajker Patrika

মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে ৪ জন সংকটাপন্ন, আরও দুজনকে ছাড়পত্র

ঢামেক প্রতিবেদক
বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবন। ছবি: আজকের পত্রিকা
বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ চারজনের অবস্থা সংকটাপন্ন। তাদেরকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন আরও দুজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এনিয়ে দুই দিনে মোট চারজন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরল।

আজ রোববার বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালটির পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন।

নাসির উদ্দিন বলেন, ‘আজ কাজী আমজাদ সাইদ (২০) ও সবুজা বেগম (৪০) নামের দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমজাদ ঘটনার সময় উদ্ধার করতে গিয়ে আহত হয়েছিলেন। আর সবুজা বেগম স্কুলে আয়ার কাজ করতেন। গতকাল আয়ান খান (১২) ও রাফসি (১২) নামের দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।’

বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে ভর্তি ৩৪ জনের মধ্যে ৪ জনের অবস্থা সংকটাপন্ন জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘সঙ্কটাপন্ন রোগীদের আইসিইউতে রাখা হয়েছে। সিভিয়ার ক্যাটাগরিতে, অর্থাৎ তাদের চেয়ে একটু কম গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। অন্যরা অন্যান্য ওয়ার্ডে আছে। ৩৪ রোগীর ২৮ জনই শিশু, ৫ নারী ও ৩ জন পুরুষ। তাদের মধ্যে শরীরে ৩০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে, এমন রোগী ৬ জন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বার্ন ইনস্টিটিউটের এই পরিচালক বলেন, ‘হাসপাতালে যারা ভর্তি রয়েছে, তাদের সঙ্গে নিয়মিত দুই বেলা ইউনিটের প্রধানেরা কথা বলছেন। তাদের মানসিক সাপোর্ট দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকজনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত