Ajker Patrika

মাইলস্টোনে খোলা হয়েছে কাউন্সেলিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর সদস্যরা আলামত সংগ্রহের কাজ করেন। ছবি: আজকের পত্রিকা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর সদস্যরা আলামত সংগ্রহের কাজ করেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটির যেসব শিক্ষার্থী ও অভিভাবক মানসিকভাবে অসুস্থ হয়েছে, তাদের জন্য স্কুল চত্বরে খোলা হয়েছে তিনটি পৃথক কাউন্সেলিং সেন্টার। এখানে অভিজ্ঞ পরামর্শকেরা শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা দিচ্ছেন।

এদিকে প্রতিষ্ঠানটিতে চলছে দুর্ঘটনাপরবর্তী শেষ মুহূর্তের আলামত সংগ্রহের কাজ। আজ রোববার (২৭ জুলাই) সকালে বিমানবাহিনীর সদস্যদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন ও এর আশপাশ থেকে আলামত সংগ্রহ করতে দেখা যায়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিমানবাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ করেন। ছবি: আজকের পত্রিকা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিমানবাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ করেন। ছবি: আজকের পত্রিকা

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসে শিক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতি নেই। তবে বাইরে ভিড় করছেন উৎসুক মানুষ। দুর্ঘটনার পর কয়েক দিন জনসাধারণের প্রবেশ নিষেধ থাকলেও আজ থেকে কেউ বাধা ছাড়াই ভেতরে প্রবেশ করতে পারছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আজ থেকে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানানো হবে—কবে থেকে ক্লাস শুরু হবে। ইতিমধ্যে শিক্ষক ও কর্মচারীরা ক্যাম্পাস স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।

দুর্ঘটনার পর থেকে বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ধীরে ধীরে কার্যক্রম স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত