Ajker Patrika

মাইলস্টোন ট্র্যাজেডি: বাড়ি বাড়ি গিয়ে সাহস জোগাচ্ছেন শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ফাইল ছবি
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ফাইল ছবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন শিক্ষকেরা। স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ভয় ও আতঙ্কে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের সাহস জোগানোর চেষ্টা করছেন তাঁরা। পাশাপাশি স্কুল ক্যাম্পাসেও শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সেলিং কার্যক্রম চলছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কথা হয় মাইলস্টোন স্কুলের ক্লাস ফাইভের টিউবরোজ শাখার শিক্ষক ফারজানা কাবেরীর সঙ্গে। সে সময় তিনি একজন শিক্ষার্থীর বাড়িতে ছিলেন। আজকের পত্রিকাকে এই শিক্ষক বলেন, ‘আমরা এলাকা ভাগ করে নিয়েছি। শিক্ষকেরা বাচ্চাদের বাসায় গিয়ে গিয়ে কথা বলছি। ওরা এখনো ট্রমাটাইজড। আমরা ওদের সাহস জোগানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে কথা বলে ওরা কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছে। অনেক অভিভাবকও কিছুটা আতঙ্কিত। আমরা তাঁদের সঙ্গেও কথা বলছি।’

শিক্ষক ও অভিভাবকেরা জানান, বিমান বিধ্বস্তের দিন যে শিশুরা স্কুলে ছিল, তারা তো বটেই, যারা সেদিন বাড়িতে ছিল, তারাও আতঙ্কের মধ্যে রয়েছে। টেলিভিশন ও মোবাইলে ভিডিওতে নিজেদের বন্ধু, সহপাঠীদের দগ্ধ অবস্থায় দেখে এবং স্কুল ভবন বিধ্বস্ত দেখে তারা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। বিমানের শব্দ শুনেও তারা আতঙ্কিত হচ্ছে। এমন পরিস্থিতিতে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বিমানবাহিনী ও বেসরকারি সংস্থা ব্র‍্যাক বিশেষ কাউন্সেলিং সেবা চালু করেছে। এই কাউন্সেলিং ইউনিটে প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কাউন্সেলররা (পরামর্শদাতা) সেবা দিচ্ছেন।

স্কোয়াড্রন লিডার ওয়ালিল্লাহিল বলেন, সোমবার থেকে বিমানবাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। বেলা দুইটা পর্যন্ত সেবা দেওয়া হচ্ছে। প্রথম দিন শিক্ষার্থী ও অভিভাবক মিলিয়ে ১১৯ সেবা নিয়েছিল। আর দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১১০ জনকে সেবা দেওয়া হয়।

মেয়েকে নিয়ে সেবা নিতে আসা সাদিয়া আফরিন বলেন, ‘ওই দিনের পর থেকে প্লেনের শব্দ শুনলেও আমার মেয়ে আতঙ্কিত হয়ে পড়ছে। কান্নাকাটি করছে। তাই এখানে নিয়ে এসেছি।’

স্কুলে কাউন্সেলিং সেবা চালু হলেও পাঠদান কার্যক্রম এখনো শুরু হয়নি। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনা করে ছুটি বাড়িয়ে আগামী ২ আগস্ট (শনিবার) পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সেবায় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের হটলাইন চালু

মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মানসিক সেবা দিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান মঙ্গলবার জানান, মাইলস্টোন দুর্ঘটনায় মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ কমিটি গঠন, আউটডোর সেল চালু, হাসপাতালের অন্তর্বিভাগে বেড সংরক্ষণ, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আউটরিচ সেবা চালু এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের সঙ্গে সমন্বয়ে হটলাইন সেবা চালু করা হয়েছে। হটলাইন নম্বরগুলো হচ্ছে: সকাল ১০টা থেকে বেলা ২টা: ০১৮৩৫১৫৪৩৪১ / ০১৮৩৫১৫৫৫২১, বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা: ০১৮৩৫১৫৩২৬২ / ০১৮৩৫১৫৪৩৪০, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা: ০১৮৩৫১৫৩০০৫ / ০১৮৩৫১৫৬২৬২। এ ছাড়া ২৪ ঘণ্টা জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগাযোগ করতে বলা হয়েছে। এরই মধ্যে একজন রোগী ভর্তি হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন।

এখনো চিকিৎসাধীন ৪৫

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের মধ্যে এখনো ৪৫ জন বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত