Ajker Patrika
সরাসরি

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৯, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

১৯: ১৬

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির ইসলাম নিহত

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির ইসলাম নিহত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে পাইলটকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করার কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

১৭: ৩২

হাসপাতালে হতাহতদের তালিকা

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন।

বিকেল ৫টার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়।

তালিকা অনুযায়ী, ১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই; জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ নিহত ২; সিএমএইচ-ঢাকায় আহত ১৪ ও নিহত ১১; কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত নেই নিহত ২; উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২; উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০ ও নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১, নিহত নেই।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন, এ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক।

১৭: ২৫

উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ ১২০

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিভিন্ন হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। এর মধ্যে উত্তরা আধুনিক হাসপাতালে ১২০ জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন। ওই হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক আকাশ সাংবাদিকদের বলেন, এখানে অগ্নিদগ্ধ ১২০ জন চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগেরই শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। বেশিরভাগেরই বয়স ১৪ থেকে ২০ বছর। এখানে দুই জন মারা গেছে। তার মধ্যে একজনের বয়স ১৫ বছর, আরেকজনের ২০ বছর।

১৬: ৫০

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিফিংয়ে এ তথ্য জানান।

উদ্ধারকাজ এখনো চলছে বলেও জানান তিনি।

১৬: ৩৯

বার্ন ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে।

হটলাইন নম্বর— 01949043697

১৬: ১৮

রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৬: ১৩

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ২৮ জনের নাম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বেলা সাড়ে ৩টা পর্যন্ত ২৮ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

ইনস্টিটিউটের ভর্তি তালিকায় ওই ২৮ জনের নাম রয়েছে। দগ্ধরা হলেন— শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) সামিয়া।

১৬: ০৫

দুর্ঘটনায় সময় ভবনটিতে ১০০-১৫০ শিক্ষার্থী ছিল

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি একটি শ্রেণিকক্ষের ওপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভবনটিতে আগুন ধরে যায়।

শিক্ষাপ্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে কোচিং ক্লাস চলছিল। এই সময় প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

১৬: ০০

জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

এর আগে ফায়ার সার্ভিস একজনের মৃত্যুর খবর জানিয়েছে।

১৫: ৫২

আহতদের তিনটি হাসপাতালে নেওয়া হচ্ছে

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে আহতদের মূলত তিনটি হাসপাতালে নেওয়া হচ্ছে। এর মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। কোনো শিক্ষার্থী নিখোঁজ থাকলে এই তিনটি হাসপাতালে খোঁজ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

১৫: ৪৮

জাতীয় বার্ন ইনস্টিটিউটে বাড়ছে দগ্ধ রোগী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান। এতে অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

বহুহতাহতের আশঙ্কা করা হচ্ছে। একের পর এক দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।

আজ সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত বার্ন ইউনিটে ২৮ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী।

১৫: ৪১

বার্ন ইউনিটে ভর্তি ২৫ জন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

উদ্ধারকাজ চলছে। আহত ও দগ্ধ অনেককে উদ্ধার করা হয়েছে।

একের পর এক দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে। আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত সেখানে ২৫ জনকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী।

১৫: ৩১

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে প্রধান উপদেষ্টা শোক

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় অনেকে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহত ও দগ্ধ অনেককে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

১৫: ১৭

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অন্তত ২০

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অন্তত ২০
বার্ন ইউনিটে আসছে একের পর এক দগ্ধ শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। বিমানটিতে আগুন ধরে যাওয়ায় অনেকে দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অন্তত ২০ জনকে নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই শিক্ষার্থী।

১৫: ১৫

উদ্ধার কাজে ৮টি ইউনিট ও ২ প্লাটুন বিজিবি

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের অন্তত ৯টি এবং দুই প্লাটুন বিজিবি উদ্ধার কাজে অংশ নিয়েছে।

১৫: ১৩

বিমানটি আছড়ে পড়েছে স্কুলের ভবনে

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল আজকের পত্রিকা'কে বলেন, ‘বিদ্যালয় শাখার ক্যানটিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো শিক্ষার্থী হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বিমানটি যেখানে আছড়ে পড়েছে সেই ভবনে এখনো আগুন জ্বলছে৷ আহতদের বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

অনেক হতাহত রয়েছেন বলে আশঙ্কা তাঁদের।

১৫: ১০

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে একজনের মৃত্যুর খবর

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজ চলছে।