Ajker Patrika

সাগরিকার গোলে শিরোপার সুবাস পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাগরিকার গোলে শিরোপার সুবাস পাচ্ছে বাংলাদেশ। ফাইল ছবি
সাগরিকার গোলে শিরোপার সুবাস পাচ্ছে বাংলাদেশ। ফাইল ছবি

সমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে নেপালকে চেপে ধরে স্বাগতিকেরা। দ্বিতীয় মিনিটে মোসাম্মত সাগরিকার নেওয়া শট ঠেকিয়ে দেন নেপাল গোলরক্ষক সুজাতা তামাং। পরের মিনিটে স্বপ্নার কর্নার থেকে বল পেয়েছিলেন মুনকি আক্তার। কিন্তু লক্ষ্যে শট নিতে পারেননি তিনি। পঞ্চম মিনিটে আবারও কর্নার পায় বাংলাদেশ। এবার সাগরিকার হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন আনিশা রায়।

অষ্টম মিনিটে সাগরিকাকে আর আটকে রাখতে পারেনি নেপালের ফুটবলাররা। মাঝমাঠ থেকে স্বপ্নার থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে ক্ষিপ্রগতিতে এগিয়ে যান তিনি। তাঁর পেছনে ছুটছিলেন বাকি ফুটবলাররা। সামনে কেবল সুজাতা। তাঁকে সহজেই পরাস্ত করে জালে বল ফেলেন সাগরিকা। অবশ্য গোল হওয়ার আগেই উদ্যাপন শুরু করে দেন তিনি। বুঝিয়ে দেন লাল কার্ডের জন্য আগের ৩ ম্যাচে নিষেধাজ্ঞা কতটা গোলক্ষুধায় রেখেছিল তাঁকে।

১৯ মিনিটে বিপদের সামনে পড়ে বাংলাদেশ। আনিশার শট তালুবন্দী করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার। মিনা দুবার ওভারহেড কিক আফঈদা খন্দকার হেডে ক্লিয়ারের চেষ্টা করলেও বল চলে যায় পূর্ণিমা রায়ের কাছে ৷ তাঁর ভলি পোস্টে লাগার পর শুকরিয়া রায়ের হেড তালুবন্দী করেন মিলি।

২১ মিনিটে ফাঁকা জাল পেয়েছিলেন মুনকি। কিন্তু তাঁর শট গোললাইনের আগ থেকে ফেরান আনিশা। এরপর আক্রমণ হলেও সেভাবে আর বিপদ তৈরি করতে পারেনি দুই দল।

এখন পর্যন্ত ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেপাল। চ্যাম্পিয়ন হতে হলে তাদের সামনে জয়ের বিকল্প নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত