Ajker Patrika

বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্টেডিয়ামে খাবার নিয়ে ঢোকার ব্যাপারে সিদ্ধান্ত বদলাল বিসিবি। ছবি: বিসিবি
স্টেডিয়ামে খাবার নিয়ে ঢোকার ব্যাপারে সিদ্ধান্ত বদলাল বিসিবি। ছবি: বিসিবি

স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।

বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোনোরকম খাবার ও পানীয় নিয়ে মিরপুর স্টেডিয়ামে যাওয়া যাবে না। বিসিবির সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে দুটি কারণ সামনে এসেছে। প্রথমত, গতকাল দর্শকদের বড় একটি অংশ খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে যায়। এতে স্ট্যান্ড ও আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন হয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। যদিও প্রথমে বিসিবির উদ্যোগটি প্রশংসিত হয়েছিল।

দ্বিতীয়ত বিসিবির একটি সূত্র জানিয়েছে—স্টেডিয়ামের ভেতরে অস্থায়ী খাবার ও পানীয় বিক্রির জন্য বিসিবি আগেই দরপত্রের মাধ্যমে কিছু বিক্রয়কেন্দ্র অনুমোদন দিয়েছিল। বাইরের খাবার আনার অনুমতিতে তাদের আর্থিক ক্ষতি হওয়ার শঙ্কা তৈরি হয়। সেই ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বিসিবি পূর্বের নিষেধাজ্ঞায় ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে সিরিজের বাকি দুই ম্যাচে স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে কেউ যেতে পারবেন না। দর্শকদের স্টেডিয়ামের ভেতরে নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করতে হবে। মিরপুরে আগামীকাল ও বৃহস্পতিবার হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত