Ajker Patrika

ম্যাচ বাতিলের ক্ষোভ ভারতের ওপর উগরে দিলেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক    
ভারতের ওপর ক্ষোভ ঝাড়লেন শহীদ আফ্রিদি। ছবি: ক্রিকইনফো
ভারতের ওপর ক্ষোভ ঝাড়লেন শহীদ আফ্রিদি। ছবি: ক্রিকইনফো

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।

সবকিছু ঠিকঠাক থাকলে এজবাস্টনে গতকাল দেখা যেত ভারত-পাকিস্তান লড়াই। যুবরাজ সিং, হরভজন সিং, সুরেশ রায়নাদের বিপক্ষে মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, কামরান আকমলদের খেলতে দেখে ভক্ত-সমর্থকেরা হয়তো ‘নস্টালজিক’ হতে পারতেন। কিন্তু ম্যাচের আগের দিন হঠাৎ করে ভারত চ্যাম্পিয়নস ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। ম্যাচ বাতিলের পর ভারতের ওপর ক্ষোভ ঝেরেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানি তারকা অলরাউন্ডার বলেন, ‘যদি তারা (ভারত) পাকিস্তানের বিপক্ষে খেলতে না চায়, তাহলে এখানে (ইংল্যান্ড) আসার আগেই বলা উচিত ছিল। কিন্তু তারা এখানে এসেছে। অনুশীলনও করেছে। আর হঠাৎ এক দিনের মধ্যে সবকিছু বদলে গেল।’

ভারতীয় সংবাদমাধ্যমে গতকাল প্রকাশিত সংবাদে জানা যায়, শিখর ধাওয়ান ক্রিকেটারদের ইমেইল করে সতীর্থদের ম্যাচ বয়কটের অনুরোধ করেছেন। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটকেই সেখানে কারণ হিসেবে দেখানো হয়েছে। এমনকি ধাওয়ানের কথায় জানা গেছে, সিদ্ধান্ত নাকি ১১ মে নেওয়া হয়েছিল।

ধারণা করা হচ্ছে,২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনা ডব্লিউসিএলের ম্যাচ বাতিলে প্রভাবক হিসেবে কাজ করেছে।

আফ্রিদির মতে খেলাধুলার মাধ্যমে যেখানে বন্ধুত্ব তৈরি হওয়ার কথা, সেখানে রাজনীতি মিশিয়ে সব নষ্ট করে দেওয়া হচ্ছে। ৪৫ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘খেলাধুলার মাধ্যমে দেশগুলোর মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু সব ক্ষেত্রেই যদি রাজনীতি মেশানো হয়, তাহলে কী করে সম্পর্কের উন্নতি হবে? আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না। এ কারণেই এমন প্রতিযোগিতা আয়োজন করা হয়। যোগাযোগের ঘাটতি হলে পরিস্থিতি শুধু খারাপের দিকেই যায়।’

আফ্রিদি জানিয়েছেন ইংল্যান্ডে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে ডব্লিউসিএলে খেলতে এসেছেন তাঁরা। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বলেন, ‘আমরা এখানে (ইংল্যান্ডে) ক্রিকেট খেলতে এসেছি এবং বন্ধুত্বপূর্ণভাবে আড্ডা দেওয়ার জন্য এসেছি। তবে কখনো কখনো একটা বাজে লোক সবকিছু নষ্ট করে দেয়। একজন ক্রিকেটারের তার দেশের জন্য শুভেচ্ছাদূত হওয়া উচিত। লজ্জার কারণ নয়।’

ধাওয়ান, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, হরভজন সিং, সুরেশ রায়না—ভারতের এই পাঁচ ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে চাননি ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে। আফ্রিদি সরাসরি না বললেও ইঙ্গিতটা হয়তো ধাওয়ানের দিকেই করেছেন। কারণ, মেইলটা তো ধাওয়ান তাঁর সতীর্থদের করেছিলেন। ১৮ জুলাই শুরু হওয়া ডব্লিউসিএলে ভারত, পাকিস্তানের পাশাপাশি খেলছে স্বাগতিক ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। পয়েন্ট টেবিলের প্রথম চার দল খেলবে সেমিফাইনাল। ২ আগস্ট হবে ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত