একজন ক্রীড়াবিদের দীর্ঘ দিনের লালিত স্বপ্নের নাম অলিম্পিক পদক। পোডিয়ামে দাঁড়িয়ে পদকে কামড় বসানোর মুহূর্তটা আজীবনের স্মৃতি হয়ে থাকে তাঁর মনে। কিন্তু কোনো কোনো ক্রীড়াবিদের কাছে অলিম্পিক পদক একেবারেই তুচ্ছ। তাঁদের কাছে অন্যের জীবন বাঁচানোই জীবদ্দশার সবচেয়ে বড় অর্জন। সেটিরই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মারিয়া আন্দরেইকজিক।
পোল্যান্ডের এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট একটি শিশুকে বাঁচাতে তাঁর অলিম্পিক পদক নিলামে তুলেছেন। পদক বিক্রির সব অর্থ তিনি দিয়ে দেবেন সেই শিশুর চিকিৎসায়।
সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো (বর্শা নিক্ষেপ) ইভেন্টে রুপার পদক জেতেন ২৫ বছর বয়সী মারিয়া আন্দরেইকজিক। বীর বেশে দেশে ফেরার কদিন পরেই তিনি জানতে পারেন, মিলোসজেক মালিসা নামের এক ৮ মাসের ছেলে শিশু হৃদযন্ত্রের গুরুতর সমস্যায় ভুগছে। শিগগিরই হার্ট সার্জারি না করালে তাকে বাঁচানো যাবে না। কিন্তু শিশু মালিসার পরিবার অসচ্ছল হওয়ায় চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না।
ঘটনাটি মারিয়ার মনকে নাড়া দেয়। দ্বিতীয়বার না ভেবে জীবনের সবচেয়ে বড় অর্জন অলিম্পিক পদক বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। মালিসার হার্ট সার্জারি বাবদ চিকিৎসা ব্যয় ধরা হয়েছিল, ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার কাছাকাছি)। সেই অর্থ দিয়ে মারিয়ার পদকটি কিনে নেয় ‘জাবকা’ নামের স্থানীয় এক সুপারমার্কেট চেইন।
নিলাম থেকে পাওয়া অর্থ এরই মধ্যে শিশু মালিসার পরিবারের হাতে তুলে দিয়েছেন মারিয়া। নিজের ফেসবুক পেজে এই অ্যাথলেট লিখেছেন, ‘নিলাম থেকে পাওয়া অর্থ বালকটির পরিবারকে দিয়েছি। শিগগিরই তা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে জমা হবে। বালকটির সার্জারিতে আর বাধা রইল না।’
একজন ক্রীড়াবিদের দীর্ঘ দিনের লালিত স্বপ্নের নাম অলিম্পিক পদক। পোডিয়ামে দাঁড়িয়ে পদকে কামড় বসানোর মুহূর্তটা আজীবনের স্মৃতি হয়ে থাকে তাঁর মনে। কিন্তু কোনো কোনো ক্রীড়াবিদের কাছে অলিম্পিক পদক একেবারেই তুচ্ছ। তাঁদের কাছে অন্যের জীবন বাঁচানোই জীবদ্দশার সবচেয়ে বড় অর্জন। সেটিরই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মারিয়া আন্দরেইকজিক।
পোল্যান্ডের এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট একটি শিশুকে বাঁচাতে তাঁর অলিম্পিক পদক নিলামে তুলেছেন। পদক বিক্রির সব অর্থ তিনি দিয়ে দেবেন সেই শিশুর চিকিৎসায়।
সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো (বর্শা নিক্ষেপ) ইভেন্টে রুপার পদক জেতেন ২৫ বছর বয়সী মারিয়া আন্দরেইকজিক। বীর বেশে দেশে ফেরার কদিন পরেই তিনি জানতে পারেন, মিলোসজেক মালিসা নামের এক ৮ মাসের ছেলে শিশু হৃদযন্ত্রের গুরুতর সমস্যায় ভুগছে। শিগগিরই হার্ট সার্জারি না করালে তাকে বাঁচানো যাবে না। কিন্তু শিশু মালিসার পরিবার অসচ্ছল হওয়ায় চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না।
ঘটনাটি মারিয়ার মনকে নাড়া দেয়। দ্বিতীয়বার না ভেবে জীবনের সবচেয়ে বড় অর্জন অলিম্পিক পদক বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। মালিসার হার্ট সার্জারি বাবদ চিকিৎসা ব্যয় ধরা হয়েছিল, ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার কাছাকাছি)। সেই অর্থ দিয়ে মারিয়ার পদকটি কিনে নেয় ‘জাবকা’ নামের স্থানীয় এক সুপারমার্কেট চেইন।
নিলাম থেকে পাওয়া অর্থ এরই মধ্যে শিশু মালিসার পরিবারের হাতে তুলে দিয়েছেন মারিয়া। নিজের ফেসবুক পেজে এই অ্যাথলেট লিখেছেন, ‘নিলাম থেকে পাওয়া অর্থ বালকটির পরিবারকে দিয়েছি। শিগগিরই তা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে জমা হবে। বালকটির সার্জারিতে আর বাধা রইল না।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
৩৪ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে