ক্রীড়া ডেস্ক, ঢাকা
একজন ক্রীড়াবিদের দীর্ঘ দিনের লালিত স্বপ্নের নাম অলিম্পিক পদক। পোডিয়ামে দাঁড়িয়ে পদকে কামড় বসানোর মুহূর্তটা আজীবনের স্মৃতি হয়ে থাকে তাঁর মনে। কিন্তু কোনো কোনো ক্রীড়াবিদের কাছে অলিম্পিক পদক একেবারেই তুচ্ছ। তাঁদের কাছে অন্যের জীবন বাঁচানোই জীবদ্দশার সবচেয়ে বড় অর্জন। সেটিরই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মারিয়া আন্দরেইকজিক।
পোল্যান্ডের এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট একটি শিশুকে বাঁচাতে তাঁর অলিম্পিক পদক নিলামে তুলেছেন। পদক বিক্রির সব অর্থ তিনি দিয়ে দেবেন সেই শিশুর চিকিৎসায়।
সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো (বর্শা নিক্ষেপ) ইভেন্টে রুপার পদক জেতেন ২৫ বছর বয়সী মারিয়া আন্দরেইকজিক। বীর বেশে দেশে ফেরার কদিন পরেই তিনি জানতে পারেন, মিলোসজেক মালিসা নামের এক ৮ মাসের ছেলে শিশু হৃদযন্ত্রের গুরুতর সমস্যায় ভুগছে। শিগগিরই হার্ট সার্জারি না করালে তাকে বাঁচানো যাবে না। কিন্তু শিশু মালিসার পরিবার অসচ্ছল হওয়ায় চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না।
ঘটনাটি মারিয়ার মনকে নাড়া দেয়। দ্বিতীয়বার না ভেবে জীবনের সবচেয়ে বড় অর্জন অলিম্পিক পদক বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। মালিসার হার্ট সার্জারি বাবদ চিকিৎসা ব্যয় ধরা হয়েছিল, ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার কাছাকাছি)। সেই অর্থ দিয়ে মারিয়ার পদকটি কিনে নেয় ‘জাবকা’ নামের স্থানীয় এক সুপারমার্কেট চেইন।
নিলাম থেকে পাওয়া অর্থ এরই মধ্যে শিশু মালিসার পরিবারের হাতে তুলে দিয়েছেন মারিয়া। নিজের ফেসবুক পেজে এই অ্যাথলেট লিখেছেন, ‘নিলাম থেকে পাওয়া অর্থ বালকটির পরিবারকে দিয়েছি। শিগগিরই তা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে জমা হবে। বালকটির সার্জারিতে আর বাধা রইল না।’
একজন ক্রীড়াবিদের দীর্ঘ দিনের লালিত স্বপ্নের নাম অলিম্পিক পদক। পোডিয়ামে দাঁড়িয়ে পদকে কামড় বসানোর মুহূর্তটা আজীবনের স্মৃতি হয়ে থাকে তাঁর মনে। কিন্তু কোনো কোনো ক্রীড়াবিদের কাছে অলিম্পিক পদক একেবারেই তুচ্ছ। তাঁদের কাছে অন্যের জীবন বাঁচানোই জীবদ্দশার সবচেয়ে বড় অর্জন। সেটিরই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মারিয়া আন্দরেইকজিক।
পোল্যান্ডের এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট একটি শিশুকে বাঁচাতে তাঁর অলিম্পিক পদক নিলামে তুলেছেন। পদক বিক্রির সব অর্থ তিনি দিয়ে দেবেন সেই শিশুর চিকিৎসায়।
সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো (বর্শা নিক্ষেপ) ইভেন্টে রুপার পদক জেতেন ২৫ বছর বয়সী মারিয়া আন্দরেইকজিক। বীর বেশে দেশে ফেরার কদিন পরেই তিনি জানতে পারেন, মিলোসজেক মালিসা নামের এক ৮ মাসের ছেলে শিশু হৃদযন্ত্রের গুরুতর সমস্যায় ভুগছে। শিগগিরই হার্ট সার্জারি না করালে তাকে বাঁচানো যাবে না। কিন্তু শিশু মালিসার পরিবার অসচ্ছল হওয়ায় চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না।
ঘটনাটি মারিয়ার মনকে নাড়া দেয়। দ্বিতীয়বার না ভেবে জীবনের সবচেয়ে বড় অর্জন অলিম্পিক পদক বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। মালিসার হার্ট সার্জারি বাবদ চিকিৎসা ব্যয় ধরা হয়েছিল, ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার কাছাকাছি)। সেই অর্থ দিয়ে মারিয়ার পদকটি কিনে নেয় ‘জাবকা’ নামের স্থানীয় এক সুপারমার্কেট চেইন।
নিলাম থেকে পাওয়া অর্থ এরই মধ্যে শিশু মালিসার পরিবারের হাতে তুলে দিয়েছেন মারিয়া। নিজের ফেসবুক পেজে এই অ্যাথলেট লিখেছেন, ‘নিলাম থেকে পাওয়া অর্থ বালকটির পরিবারকে দিয়েছি। শিগগিরই তা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে জমা হবে। বালকটির সার্জারিতে আর বাধা রইল না।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে