Ajker Patrika

পদক কেড়ে নেওয়া হলো ভারতীয় অ্যাথলেটের

পদক কেড়ে নেওয়া হলো ভারতীয় অ্যাথলেটের

প্যারালিম্পিকের শুরু থেকে দারুণ সাফল্য পেয়ে আসছিলেন ভারতীয় অ্যাথলেটরা। এই সাফল্যের মধ্যেই  অস্বস্তি উপহার দিলেন বিনোদ কুমার। ডিস্কাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ জেতার পরও যে পদক কেড়ে নেওয়া হয়েছে এই ভারতীয় প্যারা অ্যাথলেটের। 

পুরুষদের ডিস্কাস থ্রো ইভেন্টের এফ-৫২ বিভাগে তৃতীয় হয়েছিলেন ভারতীয় অ্যাথলেট বিনোদ। তবে কাল ব্রোঞ্জ জয়ের পরই এই ইভেন্টের অন্য প্রতিযোগীরা বিনোদ শারীরিকভাবে অক্ষম কি না তা নিয়ে প্রশ্ন তোলেন। তাৎক্ষণিক বিষয়টি নিজেদের মধ্যে পর্যালোচনা পর সিদ্ধান্ত জানানোর কথা বলেছিল আয়োজকেরা। 

অবশেষে আজ প্যারালিম্পিক কর্তৃপক্ষ বিনোদের পদক কেড়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শারীরিক সক্ষমতার যে নিরিখে এফ-৫২ ইভেন্টে বিনোদকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটির জন্য তিনি উপযুক্ত নন। এ জন্য তাঁর ব্রোঞ্জ বাতিল করা হচ্ছে। 

এর আগে কাল রবিবার ডিস্কাস থ্রোয়ের ফাইনালে পঞ্চম চেষ্টায় ১৯.৯১ মিটার ছোড়েন বিনোদ। এই থ্রোয়ে এশিয়ান রেকর্ডও গড়েন ৪১ বছরের বিনোদ। জিতে নেন ব্রোঞ্জ পদক। তবে আজ প্যারালিম্পিকে ভারতের সোনা জয়ের দিন বিনোদের এমন ঘটনায় হতাশই হতে হয়েছে ভারতকে। প্যারালিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

এবার শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএস

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত