প্যারালিম্পিকের শুরু থেকে দারুণ সাফল্য পেয়ে আসছিলেন ভারতীয় অ্যাথলেটরা। এই সাফল্যের মধ্যেই অস্বস্তি উপহার দিলেন বিনোদ কুমার। ডিস্কাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ জেতার পরও যে পদক কেড়ে নেওয়া হয়েছে এই ভারতীয় প্যারা অ্যাথলেটের।
পুরুষদের ডিস্কাস থ্রো ইভেন্টের এফ-৫২ বিভাগে তৃতীয় হয়েছিলেন ভারতীয় অ্যাথলেট বিনোদ। তবে কাল ব্রোঞ্জ জয়ের পরই এই ইভেন্টের অন্য প্রতিযোগীরা বিনোদ শারীরিকভাবে অক্ষম কি না তা নিয়ে প্রশ্ন তোলেন। তাৎক্ষণিক বিষয়টি নিজেদের মধ্যে পর্যালোচনা পর সিদ্ধান্ত জানানোর কথা বলেছিল আয়োজকেরা।
অবশেষে আজ প্যারালিম্পিক কর্তৃপক্ষ বিনোদের পদক কেড়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শারীরিক সক্ষমতার যে নিরিখে এফ-৫২ ইভেন্টে বিনোদকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটির জন্য তিনি উপযুক্ত নন। এ জন্য তাঁর ব্রোঞ্জ বাতিল করা হচ্ছে।
এর আগে কাল রবিবার ডিস্কাস থ্রোয়ের ফাইনালে পঞ্চম চেষ্টায় ১৯.৯১ মিটার ছোড়েন বিনোদ। এই থ্রোয়ে এশিয়ান রেকর্ডও গড়েন ৪১ বছরের বিনোদ। জিতে নেন ব্রোঞ্জ পদক। তবে আজ প্যারালিম্পিকে ভারতের সোনা জয়ের দিন বিনোদের এমন ঘটনায় হতাশই হতে হয়েছে ভারতকে। প্যারালিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক ছিল।
প্যারালিম্পিকের শুরু থেকে দারুণ সাফল্য পেয়ে আসছিলেন ভারতীয় অ্যাথলেটরা। এই সাফল্যের মধ্যেই অস্বস্তি উপহার দিলেন বিনোদ কুমার। ডিস্কাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ জেতার পরও যে পদক কেড়ে নেওয়া হয়েছে এই ভারতীয় প্যারা অ্যাথলেটের।
পুরুষদের ডিস্কাস থ্রো ইভেন্টের এফ-৫২ বিভাগে তৃতীয় হয়েছিলেন ভারতীয় অ্যাথলেট বিনোদ। তবে কাল ব্রোঞ্জ জয়ের পরই এই ইভেন্টের অন্য প্রতিযোগীরা বিনোদ শারীরিকভাবে অক্ষম কি না তা নিয়ে প্রশ্ন তোলেন। তাৎক্ষণিক বিষয়টি নিজেদের মধ্যে পর্যালোচনা পর সিদ্ধান্ত জানানোর কথা বলেছিল আয়োজকেরা।
অবশেষে আজ প্যারালিম্পিক কর্তৃপক্ষ বিনোদের পদক কেড়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শারীরিক সক্ষমতার যে নিরিখে এফ-৫২ ইভেন্টে বিনোদকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটির জন্য তিনি উপযুক্ত নন। এ জন্য তাঁর ব্রোঞ্জ বাতিল করা হচ্ছে।
এর আগে কাল রবিবার ডিস্কাস থ্রোয়ের ফাইনালে পঞ্চম চেষ্টায় ১৯.৯১ মিটার ছোড়েন বিনোদ। এই থ্রোয়ে এশিয়ান রেকর্ডও গড়েন ৪১ বছরের বিনোদ। জিতে নেন ব্রোঞ্জ পদক। তবে আজ প্যারালিম্পিকে ভারতের সোনা জয়ের দিন বিনোদের এমন ঘটনায় হতাশই হতে হয়েছে ভারতকে। প্যারালিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক ছিল।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
১০ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
১২ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১৬ ঘণ্টা আগে