ক্রীড়া ডেস্ক, ঢাকা
প্যারালিম্পিকের শুরু থেকে দারুণ সাফল্য পেয়ে আসছিলেন ভারতীয় অ্যাথলেটরা। এই সাফল্যের মধ্যেই অস্বস্তি উপহার দিলেন বিনোদ কুমার। ডিস্কাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ জেতার পরও যে পদক কেড়ে নেওয়া হয়েছে এই ভারতীয় প্যারা অ্যাথলেটের।
পুরুষদের ডিস্কাস থ্রো ইভেন্টের এফ-৫২ বিভাগে তৃতীয় হয়েছিলেন ভারতীয় অ্যাথলেট বিনোদ। তবে কাল ব্রোঞ্জ জয়ের পরই এই ইভেন্টের অন্য প্রতিযোগীরা বিনোদ শারীরিকভাবে অক্ষম কি না তা নিয়ে প্রশ্ন তোলেন। তাৎক্ষণিক বিষয়টি নিজেদের মধ্যে পর্যালোচনা পর সিদ্ধান্ত জানানোর কথা বলেছিল আয়োজকেরা।
অবশেষে আজ প্যারালিম্পিক কর্তৃপক্ষ বিনোদের পদক কেড়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শারীরিক সক্ষমতার যে নিরিখে এফ-৫২ ইভেন্টে বিনোদকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটির জন্য তিনি উপযুক্ত নন। এ জন্য তাঁর ব্রোঞ্জ বাতিল করা হচ্ছে।
এর আগে কাল রবিবার ডিস্কাস থ্রোয়ের ফাইনালে পঞ্চম চেষ্টায় ১৯.৯১ মিটার ছোড়েন বিনোদ। এই থ্রোয়ে এশিয়ান রেকর্ডও গড়েন ৪১ বছরের বিনোদ। জিতে নেন ব্রোঞ্জ পদক। তবে আজ প্যারালিম্পিকে ভারতের সোনা জয়ের দিন বিনোদের এমন ঘটনায় হতাশই হতে হয়েছে ভারতকে। প্যারালিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক ছিল।
প্যারালিম্পিকের শুরু থেকে দারুণ সাফল্য পেয়ে আসছিলেন ভারতীয় অ্যাথলেটরা। এই সাফল্যের মধ্যেই অস্বস্তি উপহার দিলেন বিনোদ কুমার। ডিস্কাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ জেতার পরও যে পদক কেড়ে নেওয়া হয়েছে এই ভারতীয় প্যারা অ্যাথলেটের।
পুরুষদের ডিস্কাস থ্রো ইভেন্টের এফ-৫২ বিভাগে তৃতীয় হয়েছিলেন ভারতীয় অ্যাথলেট বিনোদ। তবে কাল ব্রোঞ্জ জয়ের পরই এই ইভেন্টের অন্য প্রতিযোগীরা বিনোদ শারীরিকভাবে অক্ষম কি না তা নিয়ে প্রশ্ন তোলেন। তাৎক্ষণিক বিষয়টি নিজেদের মধ্যে পর্যালোচনা পর সিদ্ধান্ত জানানোর কথা বলেছিল আয়োজকেরা।
অবশেষে আজ প্যারালিম্পিক কর্তৃপক্ষ বিনোদের পদক কেড়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শারীরিক সক্ষমতার যে নিরিখে এফ-৫২ ইভেন্টে বিনোদকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটির জন্য তিনি উপযুক্ত নন। এ জন্য তাঁর ব্রোঞ্জ বাতিল করা হচ্ছে।
এর আগে কাল রবিবার ডিস্কাস থ্রোয়ের ফাইনালে পঞ্চম চেষ্টায় ১৯.৯১ মিটার ছোড়েন বিনোদ। এই থ্রোয়ে এশিয়ান রেকর্ডও গড়েন ৪১ বছরের বিনোদ। জিতে নেন ব্রোঞ্জ পদক। তবে আজ প্যারালিম্পিকে ভারতের সোনা জয়ের দিন বিনোদের এমন ঘটনায় হতাশই হতে হয়েছে ভারতকে। প্যারালিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক ছিল।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে