ক্রীড়া ডেস্ক
বক্সিং রিংয়ে ক্যারিয়ারের শুরু থেকেই দাপট দেখিয়ে চলেছেন অ্যান্থনি জোশুয়া। ৩১ বছর বয়সী এই ব্রিটিশ বক্সার এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ২৪টি, যার ২২টিতেই প্রতিপক্ষকে নকআউটের মাধ্যমে কুপোকাত করেছেন তিনি।
তবে জোশুয়ার কাজটা এবার মোটেও সহজ হবে না। আজ রাতে লন্ডনের টটেনহাম হটস্পার স্টেডিয়ামে তাঁর প্রতিদ্বন্দ্বী যে ওলেক্সান্দার ইউসিক! ইউক্রেনের এই বক্সার পেশাদার ক্যারিয়ারে কখনো হারের স্বাদ পাননি। ইউসিকের বিপক্ষে জোশুয়ার আজকের লড়াইটিকে তাই ‘জীবনের কঠিনতম পরীক্ষা’ বলছে একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম।
সবচেয়ে বড় ম্যাচের আগে জোশুয়া কিছু না বললেও তাঁর ফিজিও রব মেডেন জানিয়েছেন, ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার বক্সার কীভাবে নিজেকে প্রস্তুত করেন।
২০১৩ সাল থেকে জোশুয়ার ফিজিও হিসেবে কাজ করে আসছেন মেডেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘জোশুয়ার চোখধাঁধানো পারফরম্যান্সের বেশ কয়েকটি স্তম্ভ আছে। সেগুলো হলো—শারীরিক ও মানসিক প্রস্তুতি, পুষ্টিকর খাবার ও বিশ্রাম।’
বড় ম্যাচগুলোতে জোশুয়ার ভালো করার রহস্য জানাতে গিয়ে রীতিমতো চমকে দিয়েছেন মেডেন, ‘কোনো সন্দেহ নেই সে পর্যাপ্ত ঘুমায়। তবে ম্যাচের দিনটিতে একদমই ব্যতিক্রম। এদিন মাত্র দুই ঘণ্টা ঘুমায় সে। আর রিংয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে নিজেকে উজ্জীবিত রাখতে ক্যাফেইন গ্রহণ করে।’
জোশুয়ার থাকার পরিবেশ নিয়ে মেডেনের ভাষ্য, ‘তার রুমটা যেন শব্দ প্রতিরোধক হয়, সে ব্যাপারে আমরা সজাগ থাকি। সবচেয়ে ভালো বিছানার ব্যবস্থা করি। তাপমাত্রা কম এবং রুম যেন অন্ধকার থাকে, সেদিকেও নজর দিই। বলতে গেলে তার রুমটিকে শীতল গুহায় পরিণত করি। এটিও তার সাফল্যের একটি রহস্য।
ইউক্রেনের ওলেক্সান্দার ইউসিক এখন পর্যন্ত ১৮টি পেশাদার ম্যাচ খেলে রয়েছেন অপরাজিত। আজ নিশ্চয়ই তাঁকে প্রথম হারের স্বাদ দিতে চাইবেন জোশুয়া।
বক্সিং রিংয়ে ক্যারিয়ারের শুরু থেকেই দাপট দেখিয়ে চলেছেন অ্যান্থনি জোশুয়া। ৩১ বছর বয়সী এই ব্রিটিশ বক্সার এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ২৪টি, যার ২২টিতেই প্রতিপক্ষকে নকআউটের মাধ্যমে কুপোকাত করেছেন তিনি।
তবে জোশুয়ার কাজটা এবার মোটেও সহজ হবে না। আজ রাতে লন্ডনের টটেনহাম হটস্পার স্টেডিয়ামে তাঁর প্রতিদ্বন্দ্বী যে ওলেক্সান্দার ইউসিক! ইউক্রেনের এই বক্সার পেশাদার ক্যারিয়ারে কখনো হারের স্বাদ পাননি। ইউসিকের বিপক্ষে জোশুয়ার আজকের লড়াইটিকে তাই ‘জীবনের কঠিনতম পরীক্ষা’ বলছে একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম।
সবচেয়ে বড় ম্যাচের আগে জোশুয়া কিছু না বললেও তাঁর ফিজিও রব মেডেন জানিয়েছেন, ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার বক্সার কীভাবে নিজেকে প্রস্তুত করেন।
২০১৩ সাল থেকে জোশুয়ার ফিজিও হিসেবে কাজ করে আসছেন মেডেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘জোশুয়ার চোখধাঁধানো পারফরম্যান্সের বেশ কয়েকটি স্তম্ভ আছে। সেগুলো হলো—শারীরিক ও মানসিক প্রস্তুতি, পুষ্টিকর খাবার ও বিশ্রাম।’
বড় ম্যাচগুলোতে জোশুয়ার ভালো করার রহস্য জানাতে গিয়ে রীতিমতো চমকে দিয়েছেন মেডেন, ‘কোনো সন্দেহ নেই সে পর্যাপ্ত ঘুমায়। তবে ম্যাচের দিনটিতে একদমই ব্যতিক্রম। এদিন মাত্র দুই ঘণ্টা ঘুমায় সে। আর রিংয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে নিজেকে উজ্জীবিত রাখতে ক্যাফেইন গ্রহণ করে।’
জোশুয়ার থাকার পরিবেশ নিয়ে মেডেনের ভাষ্য, ‘তার রুমটা যেন শব্দ প্রতিরোধক হয়, সে ব্যাপারে আমরা সজাগ থাকি। সবচেয়ে ভালো বিছানার ব্যবস্থা করি। তাপমাত্রা কম এবং রুম যেন অন্ধকার থাকে, সেদিকেও নজর দিই। বলতে গেলে তার রুমটিকে শীতল গুহায় পরিণত করি। এটিও তার সাফল্যের একটি রহস্য।
ইউক্রেনের ওলেক্সান্দার ইউসিক এখন পর্যন্ত ১৮টি পেশাদার ম্যাচ খেলে রয়েছেন অপরাজিত। আজ নিশ্চয়ই তাঁকে প্রথম হারের স্বাদ দিতে চাইবেন জোশুয়া।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪ ঘণ্টা আগে