Ajker Patrika

চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ কিংবদন্তি জিমন্যাস্টের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২: ০২
চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ কিংবদন্তি জিমন্যাস্টের

মানসিক অবসাদে ভুগতে থাকা সিমোন বাইলস বেশ আলোচিত ছিলেন টোকিও অলিম্পিকে। বেশ কিছু ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন চারটি অলিম্পিক সোনাজয়ী মার্কিন জিমন্যাস্ট।

অনেক দিন হলো মানসিকভাবে বিপর্যস্ত থাকার ব্যাপারটি এত দিন গোপন রাখলেও এবার মুখ খুললেন বাইলস। সেটাও ভরা আদালতে। অবসাদের কারণ হিসেবে ২৪ বছরের তরুণী উল্লেখ করেছেন যৌন হয়রানিকে।

যুক্তরাষ্ট্র নারী জিমন্যাস্ট দলের সাবেক চিকিৎসক ল্যারি ন্যাসারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন বাইলস।

শুধু বাইলস নন, ১৮ বছর ধরে ন্যাসারের শিকার হয়েছিলেন আরও অনেক নারী জিমন্যাস্ট। এ নিয়ে মামলা করা হয় ২০১৫ সালে। সেই মামলার সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকেই দুষলেন বাইলস।

সিনেট জুডিসিয়ারি কমিটির সামনে তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে ল্যারি ন্যাসারকে যেমন আমি দোষ দিচ্ছি, একইভাবে দোষ দিচ্ছি আমাদের গোটা ব্যবস্থাটাকে। তার জন্যই ন্যাসার দিনের পর দিন এই কুকর্ম করে যাওয়ার সুযোগ পেয়েছে। আমাদের জিমন্যাস্টিক্স, অলিম্পিক, প্যারালিম্পিক সংস্থা নিজেদের কাজ ঠিকমতো করেনি। তদন্ত সংস্থা এফবিআই অন্ধের বেশ ধরে ছিল। তারা দায়িত্ব পালন করলে এত দিন ধরে একই অপরাধ ঘটত না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত