দিয়া-রোমানদের তিরে এশিয়ান আর্চারিতে বাংলাদেশের ইতিহাস
আজকের সকালে সাফল্যের হাসিতে হাসল বাংলাদেশ। মাত্র কয়েক মিনিট আগেই দেশের হয়ে ইতিহাস গড়েছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায়, নাসরিন আক্তাররা। নারীদের পথ ধরে সাফল্য এল ছেলেদের রিকার্ভ দলীয় ইভেন্টেও। কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।