Ajker Patrika

ভালো আছেন যৌন নির্যাতনের শিকার টেনিস তারকা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৯: ০৯
Thumbnail image

কদিন আগে নিখোঁজ হয়েছিলেন পেং শুয়াই। নিখোঁজের পর খোঁজও মেলে চীনের এই টেনিস তারকার। এখন তিনি ভালো আছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট থোমাস বাখকে এক ভিডিও কলে ভালো থাকার কথা শুয়াই নিজেই জানিয়েছেন। এখন তিনি সুরক্ষিত আছেন। 

আজ এক বিবৃতিতে শুয়াইয়ের ব্যাপারটি জানিয়েছে আইওসি। বিবৃতিতে আরও জানানো হয়, ৩০ মিনিটের এই কলে শুয়াই আইওসিকে ধন্যবাদ জানান। বেইজিংয়ের নিজের বাড়িতেই আছেন তিনি। এর আগে শুয়াইকে চীনে আয়োজিত একটি প্রতিযোগিতায় দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে। 

গত কয়েক সপ্তাহ ধরে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন শুয়াই। তাঁকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক টেনিস মহলে। শুয়াইকে রোববার একটি জুনিয়র টেনিস প্রতিযোগিতার ফাইনালে দেখা যায়। তিনি অতিথিদের মধ্যে ছিলেন। নীল জ্যাকেট এবং সাদা প্যান্ট পরিহিত ছিলেন শুয়াই। সেই ছবি দেখিয়ে চীনের পক্ষ থেকে দাবি করার চেষ্টা চলছে, শুয়াই নিখোঁজ হননি। তবে সেই ছবি দেখেও মেয়েদের পেশাদার টেনিস সংস্থা ডব্লিউটিএ চিন্তামুক্ত হতে পারেনি তখনো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত