অ্যাশেজে মাঠে ও বাইরে উত্তেজনা ছড়াবে, সেটাই স্বাভাবিক। তেমনটাই হয়েছিল গত অ্যাশেজে। লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে বাগ্-বিতণ্ডায় জড়ান মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কয়েকজন। অজি ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণের জন্য এবার শাস্তি পাচ্ছেন এমসিসির তিন সদস্য।
এবারের অ্যাশেজে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েও সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। আসলে সিরিজে দুর্দান্তভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে অজিদের জিততে দেয়নি ইংল্যান্ড। নিজেদের সৃষ্টি ‘বাজবল’ তত্ত্বে ক্রিকেটের অভিজাত সংস্করণ খেলে সিরিজে সমতায় ফেরে তারা।
ক্রিকেট বল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডিউক জানিয়েছে, ওভালে অ্যাশেজের পঞ্চম টেস্টে ‘নতুন বল’ বিতর্কের বিষয়টি তদন্ত করবে তারা। বল পরিবর্তন করায় ইংল্যান্ড জিতেছে, এমন অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নিল ডিউক।
অস্ট্রেলিয়া অ্যাশেজ ধরে রেখে খুশি, ইংল্যান্ড খুশি দুর্দান্ত ফিনিশিংয়ে সিরিজ ড্র করে। এই খুশির মধ্যেও দুঃসংবাদ দুই দলের জন্য। স্লো ওভাররেটের কারণে জরিমানা এবং পয়েন্ট কর্তন-দুই শাস্তিই পেয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে।