ক্রীড়া ডেস্ক
অ্যাশেজ সিরিজ ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হবে অ্যাশেজ। পার্থের স্কারবোরো বিচে জাঁকজমক আয়োজনে সূচি ঘোষণা করা হয়েছে। তবে সূচি ঘোষণা করে ৪২ বছরের একটি প্রথা ভেঙেছে সিএ।
১৯৮২-৮৩ মৌসুম থেকে ৪২ বছর ধরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ শুরু হতো ব্রিসবেনে। এবার সেটা শুরু হচ্ছে পার্থ টেস্ট দিয়ে। পাশাপাশি দিবা-রাত্রির টেস্ট হতো অ্যাডিলেডে, এবার হচ্ছে ব্রিসবেনে। ২০১৫ সালে দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি আয়োজনের পর থেকে নিয়মিতই আয়োজন হয়ে আসছিল অ্যাডিলেডে।
দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে। সে অনুযায়ী, বড়দিনের ঠিক আগে অ্যাডিলেডে পর্যটকদের সমাগম অনেক বেশি হয়। সেই পর্যটকদের গ্যালারিতে টানতে বড়দিনের ঠিক আগে অ্যাডিলেড টেস্ট রাখা হয়েছে দিনের আলোয়।
আগামী বছরের ২১ নভেম্বর পার্থে শুরু হবে পাঁচ ম্যাচের প্রথম টেস্ট। ৪ জানুয়ারি সিডনি টেস্ট দিয়ে শেষ হবে এই অভিজাত লড়াই। ২০২৫ সালের ২১-২৫ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ৪-৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় দিবা-রাত্রি হবে দ্বিতীয় টেস্ট। ১৭-২১ ডিসেম্বর অ্যাডিলেডে হবে তৃতীয় টেস্ট। ২৬-৩০ ডিসেম্বর বক্সিং-ডে চতুর্থ টেস্ট বরাবরের মতো হবে মেলবোর্নেই। ২০২৬ সালের ৪-৮ জানুয়ারি সিডনিতে হবে পঞ্চম ও শেষ টেস্ট।
২০২৩ সালে ইংল্যান্ডের মাঠে ২-২ ড্র হয়েছিল সর্বশেষ অ্যাশেজ সিরিজ। ছাই যুদ্ধের ট্রফি এখন অজিদের কাছে। এবার অস্ট্রেলিয়ার মাঠে বেন স্টোকসদের ট্রফি পুনরুদ্ধারের লড়াই।
অ্যাশেজ সিরিজ ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হবে অ্যাশেজ। পার্থের স্কারবোরো বিচে জাঁকজমক আয়োজনে সূচি ঘোষণা করা হয়েছে। তবে সূচি ঘোষণা করে ৪২ বছরের একটি প্রথা ভেঙেছে সিএ।
১৯৮২-৮৩ মৌসুম থেকে ৪২ বছর ধরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ শুরু হতো ব্রিসবেনে। এবার সেটা শুরু হচ্ছে পার্থ টেস্ট দিয়ে। পাশাপাশি দিবা-রাত্রির টেস্ট হতো অ্যাডিলেডে, এবার হচ্ছে ব্রিসবেনে। ২০১৫ সালে দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি আয়োজনের পর থেকে নিয়মিতই আয়োজন হয়ে আসছিল অ্যাডিলেডে।
দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে। সে অনুযায়ী, বড়দিনের ঠিক আগে অ্যাডিলেডে পর্যটকদের সমাগম অনেক বেশি হয়। সেই পর্যটকদের গ্যালারিতে টানতে বড়দিনের ঠিক আগে অ্যাডিলেড টেস্ট রাখা হয়েছে দিনের আলোয়।
আগামী বছরের ২১ নভেম্বর পার্থে শুরু হবে পাঁচ ম্যাচের প্রথম টেস্ট। ৪ জানুয়ারি সিডনি টেস্ট দিয়ে শেষ হবে এই অভিজাত লড়াই। ২০২৫ সালের ২১-২৫ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ৪-৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় দিবা-রাত্রি হবে দ্বিতীয় টেস্ট। ১৭-২১ ডিসেম্বর অ্যাডিলেডে হবে তৃতীয় টেস্ট। ২৬-৩০ ডিসেম্বর বক্সিং-ডে চতুর্থ টেস্ট বরাবরের মতো হবে মেলবোর্নেই। ২০২৬ সালের ৪-৮ জানুয়ারি সিডনিতে হবে পঞ্চম ও শেষ টেস্ট।
২০২৩ সালে ইংল্যান্ডের মাঠে ২-২ ড্র হয়েছিল সর্বশেষ অ্যাশেজ সিরিজ। ছাই যুদ্ধের ট্রফি এখন অজিদের কাছে। এবার অস্ট্রেলিয়ার মাঠে বেন স্টোকসদের ট্রফি পুনরুদ্ধারের লড়াই।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে