Ajker Patrika

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ২৩: ৪২
প্রয়াত সঞ্জয় কাপুরের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী প্রিয়া সচদেব ও মা রানি কাপুর। ছবি: সংগৃহীত
প্রয়াত সঞ্জয় কাপুরের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী প্রিয়া সচদেব ও মা রানি কাপুর। ছবি: সংগৃহীত

গত ১২ জুন ইংল্যান্ডে হৃদ্‌রোগে আক্রান্ত মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তাঁর এই আকস্মিক মৃত্যুর পর রেখে যাওয়া বিপুল সম্পদ কার জিম্মায় যাবে, তা নিয়ে এখন উত্তাল কাপুর পরিবার।

সঞ্জয়ের ১৪ হাজার ৫০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের উত্তরাধিকার প্রশ্নে একদিকে যেমন তাঁর সাবেক স্ত্রী কারিশমা কাপুরের সন্তানদের ভাগ নিয়ে আলোচনার ঝড় উঠেছে, অন্যদিকে ছেলের কোম্পানির শেয়ার দাবি করে বিতর্ক উসকে দিয়েছেন সঞ্জয়ের মা রানি কাপুরও। যদিও আইনিপ্রক্রিয়ায় এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী ও মডেল প্রিয়া সচদেব কাপুর।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সঞ্জয়ের মৃত্যুর পর থেকে তাঁর সংস্থা ‘সোনা কমস্টার’-এর পরিচালনা নিয়ে এখন নাটকীয় দড়ি টানাটানি শুরু হয়েছে। এক চিঠিতে মা রানি কাপুর দাবি করেছেন, তিনি সোনা গ্রুপের প্রধান শেয়ারহোল্ডার হলেও তাঁকে মানসিক চাপে রেখে লুকিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথিতে সই করানো হয়েছে। তিনি অভিযোগ করেছেন, নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও তাঁকে দূরে রাখা হয়েছে এবং জীবনের মৌলিক প্রয়োজনে নির্ভর করতে হচ্ছে ‘নির্বাচিত কিছু মানুষের দয়ার ওপর’।

রানি স্পষ্ট জানিয়েছেন, বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যাঁদের পরিচালনা পর্ষদে নিয়োগের কথা বলা হচ্ছে, তাঁদের বিষয়ে তিনি কোনো সম্মতি দেননি। নির্বাচিত ওই মানুষদের মধ্যে রয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী তথা মডেল প্রিয়া সচদেব কাপুর। বোর্ডে প্রিয়াকে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর করার প্রস্তাব করা হয়েছে।

চিঠিতে রানি কাপুর একদিকে যেমন বন্ধ দরজার আড়ালে জোর করে তাঁকে সই করানোর অভিযোগ করেছেন, তেমনি সন্তানের মৃত্যুতে শোকগ্রস্ত অবস্থায় পারিবারিক ঐতিহ্য ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রেরও ইঙ্গিত দিয়েছেন।

সঞ্জয়ের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে জল্পনাও এখন তুঙ্গে। কারিশমা কাপুরের সঙ্গে তাঁর প্রথম বিয়ে থেকে জন্ম নেওয়া সন্তান—সামাইরা (২০) ও কিয়ানের (১৪) ভবিষ্যৎ ভাগ্য নিয়েও জোর জল্পনা চলছে। তবে একটি সূত্র জানিয়েছে, ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই দুই সন্তানকে ইতিমধ্যেই ১৪ কোটি টাকা মূল্যের বন্ড ও প্রতি মাসে ১০ লাখ টাকা আয়ের ব্যবস্থা করে গেছেন সঞ্জয়।

আইন অনুযায়ী, সঞ্জয়ের সমস্ত সম্পত্তির প্রশাসনিক দায়িত্ব আপাতত বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের হাতেই যাচ্ছে। তবে সংস্থার পক্ষ থেকে এখনো উত্তরাধিকার প্রসঙ্গে কোনো সরকারি ঘোষণা করা হয়নি।

এমন টানাপোড়েনের মধ্যে সঞ্জয়ের সাবেক স্ত্রী কারিশমা কাপুর অবশ্য এখনো কোনো মন্তব্য করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত