Ajker Patrika

১০ বছর পর এমন হতাশার দৃশ্য দেখল ভারত

ক্রীড়া ডেস্ক    
১০ বছর পর আবার বিদেশের মাঠে এক ইনিংসে ৫০০-এর বেশি রান দিয়েছে ভারত। ছবি: এএফপি
১০ বছর পর আবার বিদেশের মাঠে এক ইনিংসে ৫০০-এর বেশি রান দিয়েছে ভারত। ছবি: এএফপি

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠে এক ইনিংসে ৫০০-এর বেশি রান দিয়েছে ভারত।

সবশেষ ২০১৫ সালে সিডনি টেস্টে ভারতের বিপক্ষে এক ইনিংসে ৫৭২ রান করেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচ অবশ্য ড্র হয়েছিল। তার পর থেকে বিদেশের মাঠে ভারতের বিপক্ষে কোনো দল এক ইনিংসে ৫০০-এর বেশি রান দল করতে পারেনি। সেটাই করলেন রুট-স্টোকসরা।

ইংল্যান্ডের বড় ইনিংসের গুরুত্বপূর্ণ ভূমিকা রুটের। ১৫০ রান করেছেন এই তারকা ব্যাটার। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন বেন ডাকেট (৯৪)। জ্যাক ক্রাউলি করেছেন ৮৪ রান। ওলি পোপের ব্যাট থেকে এসেছে ৭১ রান। এখনো ৭৭ রানে অপরাজিত রয়েছেন স্টোকস। আপাতত ৭ উইকেটে ৫৪৪ রান করেছে ইংল্যান্ড। এখন দেখার অস্ট্রেলিয়ার করা ৫৭২ রান তারা টপকাতে পারে কি না।

ভারতের বোলারদের মধ্যে বুমরা ২৮.৩ ওভারে ৯৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। সিরাজ ২৬ ওভারে দিয়েছেন ১১৩ রান। তিনিও ১ উইকেট নিয়েছেন। অভিষেক টেস্ট খেলতে নামা অংশুল কম্বোজ ১৮ ওভারে ৮৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। শার্দুল ঠাকুর ১১ ওভারে ৫৫ রান দিয়েছেন। রবীন্দ্র জাদেজা ৩৩ ওভারে ১১৭ রান দিয়েছেন। তিনি ২ উইকেট নিয়েছেন। ওয়াশিংটন সুন্দর ১৯ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

১০ বছর আগে সিডনি টেস্ট ড্র হলেও ম্যানচেস্টার টেস্টে চাপে রয়েছে ভারত। তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের লিড ১৮৬ রান। এখনো দুদিনের খেলা বাকি রয়েছে। এই পরিস্থিতিতে চতুর্থ দিন যদি ভারত ম্যাচে ফিরতে না পারে, তা হলে সমস্যা আরও বাড়বে ভারতের। সিরিজ হার এড়ানোর সুযোগ থাকবে না তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত