Ajker Patrika

র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর আবার হামলা

ঝালকাঠি প্রতিনিধি  
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০০: ১৭
লিমন হোসেনের বাবা তোফাজ্জেল হোসেন। ছবি: সংগৃহীত
লিমন হোসেনের বাবা তোফাজ্জেল হোসেন। ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে র‍্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের বাবা তোফাজ্জেল হোসেনকে (৫৫) মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইঁদুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তোফাজ্জেল।

অভিযোগ অনুযায়ী, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর তোফাজ্জেল হোসেনের পথ রোধ করেন প্রতিবেশী ইব্রাহীম হাওলাদার, আবদুল হাই ছাড়া আরও দুজন। তাঁরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিমন হোসেনের করা একটি মামলা তুলে নিতে চাপ দেন। তোফাজ্জেল এতে রাজি না হলে তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। তোফাজ্জেল হোসেন বলেন, ‘একটি মামলা তুলে নিতে বলেছিল তারা। আমি রাজি না হওয়ায় আমাকে বেদম মারধর করেছে।’

লিমনের বাবা আরও দাবি করেন, ইব্রাহীম ও আবদুল হাই জমিসংক্রান্ত বিরোধে আগেও তাঁকে আক্রমণ করেছেন। ২০১৯ সালের ৬ এপ্রিল এমনই এক ঘটনায় তাঁর স্ত্রী হেনোয়ারা বেগম থানায় মামলা করেন। যার রায়ে আদালত ইব্রাহীমকে দুই বছর এবং আবদুল হাইকে ছয় মাসের কারাদণ্ড দেন। ২০২৪ সালে এক মাস কারাভোগের পর ইব্রাহীম হাওলাদার জামিনে বের হয়ে তাঁদের (লিমনের পরিবার) হুমকি দিয়ে আসছেন।

প্রসঙ্গত, ২০১১ সালের মার্চে রাজাপুর উপজেলার সাতুরিয়ায় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে র‍্যাবের গুলিতে পা হারান কলেজছাত্র লিমন হোসেন। ঘটনার পর র‍্যাব তাঁর বিরুদ্ধেই মামলা করে। সেই মামলায় ইব্রাহীম হাওলাদার ছিলেন র‍্যাবের পক্ষে প্রধান সাক্ষী।

লিমন হোসেন বলেন, ‘আমার পরিবারের ওপর বারবার হামলা হচ্ছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইব্রাহীম হাওলাদার বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধ থেকেই এসব অভিযোগ করা হচ্ছে। থানায় দেওয়া অভিযোগটি ভিত্তিহীন।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত