Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ২২: ১৮
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোশাক নির্ধারণ করে যে নির্দেশনা জারি করেছে, তা ক্ষমতার অপব্যবহারের খারাপ নজির হিসেবে অভিহিত করেছেন দেশের ৫৪ জন বিশিষ্ট নাগরিক।

আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তাঁরা কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না এবং নির্দিষ্ট রঙের স্কার্ফ অথবা হিজাব পরার নির্দেশনা দেওয়া। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। পরে অবশ্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ নির্দেশনা প্রত্যাহারের ঘোষণা দেন।

নাগরিকেরা বলেন, এ ধরনের নির্দেশনা কেবল নারীর মৌলিক অধিকার ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘনই নয়, বরং কেন্দ্রীয় ব্যাংকের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সংস্কৃতির জন্যও লজ্জাজনক। এতে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

যাঁরা বিবৃতি দিয়েছেন, তাঁরা হলেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, শাহীন আনাম, নূর খান, জেড আই খান, শামসুল হুদা, অধ্যাপক সুমাইয়া খায়ের, অধ্যাপক সামিনা লুৎফা, অধ্যাপক নায়লা জামান খান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, অধ্যাপক জোবাইদা নাসরিন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মনীন্দ্র কুমার নাথ, শিল্পী কৃষ্ককলি ইসলাম, নীতি চাকমাসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত